• নকল সাংবাদিক-গোয়েন্দা সেজে সীমান্তে ‘দাদাগিরি’, বাংলাদেশি পরিবারকে ভয় দেখানোর অভিযোগে গ্রেপ্তার কলকাতার বাসিন্দা-সহ ৩
    এই সময় | ২৪ আগস্ট ২০২৫
  • একদিকে ভিনরাজ্যে বাংলায় কথা বলে হেনস্থার মুখে রাজ্যের একাধিক বাসিন্দা। অন্যদিকে, সীমান্তে বাংলাদেশি পরিবারকে হেনস্থার অভিযোগ উঠল খোদ পশ্চিমবঙ্গে বসবসকারী তিন ব্যক্তির বিরুদ্ধে। নকল গোয়েন্দা সেজে নদিয়ার ভারত-বাংলাদেশ গেদে সীমান্তের চেক পোস্টে ভয় দেখানোর অভিযোগে মোট তিনজনকে গ্রেপ্তার করল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

    স্থানীয় সূত্রে খবর, মেডিক্যাল ভিসা নিয়ে চিকিৎসার জন্য ভারতে এসেছিল চার জন বাংলাদেশি। শুক্রবার সন্ধ্যায় নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে স্টেশনে ওই বৈধ বাংলাদেশিদের আটক করা হবে বলে ভয় দেখানো হয়। অভিযুক্তদের সঙ্গে ভারতে আসা বৈধ বাংলাদেশিদের বচসাও বাঁধে।

    জানা গিয়েছে, বাংলাদেশের বাসিন্দাদের অভিযোগ এ পারের বাসিন্দা তিন অভিযুক্ত কেউ সাংবাদিক, কেউ আবার গোয়েন্দা বলে নিজেদের পরিচয় দেয়। কিন্তু তাদের কথাবার্তায় অসঙ্গতি দেখে স্থানীয় লোকজন বুঝতে পারে এরা প্রতারক। এর পরেই স্থানীয় কৃষ্ণগঞ্জ থানার খবর দেয় স্থানীয়রা।

    কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত তিন প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাদের তিন জনকেই গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের অনুমান, ভয় দেখিয়ে সাহায্যের নামে টাকা হাতানোর পরিকল্পনা থাকতে পারে অভিযুক্তদের।

    পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজনের নাম চঞ্চল পাল, কৌশিক দে এবং অবিনাশ সরকার। এর মধ্যে চঞ্চলের বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁয়। কৌশিক পেশার গাড়ি চালক, তাঁর বাড়ি কলকাতায়। অবিনাশ সরকারের বাড়ি উত্তর চব্বিশ পরগনার বারাসাতে। তাদের কাছ থেকে একটি চার চাকা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)