টানা বৃষ্টিতে জলমগ্ন রাজস্থানের ৮টি জেলা। ঘরবাড়ি জলের তলায়। বন্ধ স্কুল-কলেজ। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘরছাড়া বহু।
শনিবার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের সময়ে BSF-এর হাতে ধরা পড়েন বাংলাদেশের এক উচ্চপদস্থ সরকারি কর্তা। পরে জানা যায় তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ সরকারের সেনা সচিব ছিলেন। রবিবার তাঁকে বসিরহাট আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আছড়ে পড়ল ইউক্রেনের ড্রোন। রবিবার কুর্স্কের ঘটনা। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বিদ্যুৎকেন্দ্রে। তবে ক্ষয়ক্ষতি বিশেষ হয়নি। দমকল কর্মীরা কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানা গিয়েছে।
যুদ্ধবিরতি নিয়ে আগামী দু’সপ্তাহের মধ্যে ইচিবাচক অগ্রগতি চান ডোনাল্ড ট্রাম্প। না হলে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপাবেন তিনি। ফের এমনই হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট। মস্কো এবং কিয়েভ, আলোচনায় রাজি। খুব শীঘ্রই বৈঠকে বসবে দুই দেশ। তার মধ্যেই এলো ট্রাম্পের হুঁশিয়ারি।
বাংলাদেশে এসেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। তিনদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। রবিবার বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। দেখা করতে পারেন প্রধান মোহম্মদ ইউনূসের সঙ্গেও।
তামিলনাড়ু যাচ্ছেন ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বি সুদর্শন রেড্ডি। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে দেখা করবেন তিনি। সমর্থন চাইবেন। শুভেচ্ছা বিনিময়ও হবে।