• যাত্রীদের জন্য ফের সুখবর, ব্লু লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা, বদল সময়সূচিতেও
    এই সময় | ২৪ আগস্ট ২০২৫
  • শুক্রবারই কলকাতা মেট্রোর তিনটি রুটের উদ্বোধন হয়েছে। হাওড়া স্টেশন থেকে সরাসরি সল্টলেক, নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবং রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত তিনটি রুট উপহার পেয়েছে শহরবাসী। এর মধ্যেই ফের সুখবর মেট্রো যাত্রীদের জন্য। ব্লু লাইনে আপ এবং ডাউন মিলিয়ে বাড়ছে মেট্রোর সংখ্যা। একটি শাখায় শেষ মেট্রোর সময়সূচিও বদলাচ্ছে।

    কলকাতা মেট্রো জানিয়েছে, ২৫ অগস্ট থেকে ব্লু লাইনে আপ এবং ডাউন মিলিয়ে মেট্রো চলবে ২৮৪টি। এতদিন ২৬২টি ট্রেন চলত। মনে করা হচ্ছে, এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ রুট চালু হয়ে যাওয়ায় ব্লু লাইনের মেট্রোতেও বাড়তি চাপ আসতে পারে। সেই কথা মাথায় রেখেই নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম রুটে মেট্রোর সংখ্যা বাড়ানো হলো।

    অফিস যাত্রীদের কথা মাথায় রেখে শেষ মেট্রোর সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। সোমবার থেকে শুক্রবার শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রোর সময়সূচির কিছু বদল ঘটানো হয়েছে। সোমবার থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো শহিদ ক্ষুদিরাম থেকে পাওয়া যাবে রাত ৯টা ৩৪ মিনিটে। আর শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৪৪ মিনিটে। তবে শনি ও রবিবার শেষ মেট্রোয় কোনও বদল হচ্ছে না।

  • Link to this news (এই সময়)