• একবছর সাতক্ষীরায় গা ঢাকা, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ! গ্রেপ্তার হাসিনা জামানার উচ্চ পদস্থ পুলিশকর্তা...
    আজকাল | ২৪ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করায় গ্রেপ্তার বাংলাদেশের হাসিনা জামানার এক পুলিশকর্তা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তবর্তী এলাকায় ঘটনাটি ঘটেছে। শনিবার সন্ধ্যায় ওই বাংলাদেশি পুলিশ কর্তাকে সীমান্তে আটক করেন বিএসএফের কর্তব্যরত ১৪৩ নম্বর ব্যাটালিয়নের জাওয়ানরা। রাতেই বিএসএফ জাওয়ানদের পক্ষ থেকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। 

    পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশি পুলিশ কর্তার নাম আরিফুল জামান। সূত্রের খবর বাংলাদেশে হাসিনা জামানার পতনের পর থেকেই আরিফুল জামান নামে ওই পুলিশকর্তা নিজের প্রাণ সংশয় হতে পারে বাংলাদেশে এমন অনুমান করেই নিজেই গা ঢাকা দিয়েছিলেন। বাংলাদেশের সাতক্ষীরা এলাকার কোনও এক জায়গায় গত কয়েক মাস ধরে তিনি গা ঢাকা দিয়েছিলেন বলে জানা গিয়েছে। শনিবার বিকালে ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে সীমান্ত পেরিয়ে আরিফুল জামান নামে ওই ব্যক্তি যখন ভারতে অনুপ্রবেশ করেন, সেসময় সীমান্তে কর্তব্যরত বিএসএফ জাওয়ানরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জেলা করার পর যখন বিএসএফ কর্তারা জানতে পারেন, যে তিনি হাসিনা জামানার একজন বড় পুলিশ অফিসার ছিলেন বাংলাদেশের, তখন তাঁকে নিয়ে আসা হয় স্বরূপনগর থানায়। 

    বিষয়টি জানানো হয় পুলিশ আধিকারিকদের। এরপর রাতেই স্বরূপনগর থানার পুলিশ ওই অনুপ্রবেশকারী বাংলাদেশি পুলিশ কর্তাকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। সূত্রের খবর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা সরকারের এসিপি রংপুর মেট্রোপলিটন পুলিশের দায়িত্বে ছিলেন আরিফুল জামান। বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর থেকেই গা ঢাকা দেন ওই পুলিশ আধিকারিক। 

    বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হিসেবে মহম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর আরিফুল জামান নামের ওই পুলিশ আধিকারিক নিজের প্রাণ সংশয় হতে পারে এই ধারণায় আতঙ্কিত হয়ে সীমান্ত লাগোয়া সাতক্ষীরা জেলায় আত্মগোপন করেন। বাংলাদেশ সরকারের ছাত্র আন্দোলনের সময় উত্তাল পরিস্থিতির মোকাবিলায় পথে নেমেছিলেন এই আরিফুল জামান। আর সেই কারণেই বাংলাদেশের বিভিন্ন সরকার গঠনের পর থেকেই তত্ত্বাবধায়ক সরকারের রোশানলে পড়েন ওই হাসিনা জামানার পুলিশ আধিকারিক। 

    পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত আটটা নাগাদ এই ঘটনা বিএসএফ ও পুলিশ যৌথভাবে রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের লিখিতভাবে জানান। ধৃত বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের কাছ থেকে বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে। সেই সমস্ত নথি তুলে দেওয়া হয়েছে ভারত সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের হাতে। পুরো বিষয়টি ভারতের হাই কমিশনার বাংলাদেশ হাই কমিশনারকে জানিয়েছেন। বাংলাদেশের এই উচ্চপদস্থ পুলিশ আধিকারিক কে স্বরূপনগর থানায় রাখা হয়েছে। রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে বাংলাদেশের ওই পুলিশ আধিকারিককে। 

    প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে দেশ ছেড়ে চলে যান। অল্প সময়ের মধ্যে ড. মহম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। এর এক বছর পরেই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসেই ধরা পড়লেন বাংলাদেশের এই উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক। 
  • Link to this news (আজকাল)