• নয়া নিম্নচাপের জেরে রবিতে দিনভর বৃষ্টি কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে, হাওয়া বদল কবে?
    আজ তক | ২৪ আগস্ট ২০২৫
  • পূর্বাভাস ছিলই। সেই মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হল। রবিতে দিনভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হবে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। 

    কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
    একদিকে রয়েছে নিম্নচাপের খাঁড়া, অন্যদিকে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। এর প্রভাবে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। সোমবার থেকে কমবে বৃষ্টি। যদিও বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ হাল্কা বৃষ্টি হতে পারে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে। 

    দক্ষিণবঙ্গের আবহাওয়া
    রবিবার দক্ষিণবঙ্গে আকাশ মূলত মেঘলা থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট অনেকটাই বেশি থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তালিকায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান। সোমবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে। সমুদ্র উত্তাল থাকবে। তাই পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

    উত্তরবঙ্গের আবহাওয়া
     রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি হতে পারে মালদা এবং দুই দিনাজপুরেও।

    বৃষ্টিপাতের পরিমাণ
    চলতি বছরে অতীতের বৃষ্টির সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে কলকাতা। এ বছর ১ জুন থেকে ২২ অগস্ট পর্যন্ত কলকাতায় মোট বৃষ্টি হয়েছে ১ হাজার ১৩৫ মিলিমিটার। 

    নিম্নচাপের গতিবিধি
    হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিমে সরে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। 

     
  • Link to this news (আজ তক)