নতুন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি, সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের
দৈনিক স্টেটসম্যান | ২৪ আগস্ট ২০২৫
এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই নতুন নিম্নচাপের ছায়া নামছে রাজ্যের আকাশে। শনিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ–ওড়িশা সীমান্তের লাগোয়া এলাকায় তৈরি হতে চলেছে আরেকটি নিম্নচাপ। সোমবারের মধ্যেই সেই নিম্নচাপ স্পষ্ট আকার নেবে বলে অনুমান, যার জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগ আরও কয়েক দিন স্থায়ী হতে পারে।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে একটানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দপ্তরের মতে, ওই ঘূর্ণাবর্তটি আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে সরতে সরতে ঝাড়খণ্ডের দিকে এগোবে এবং দুর্বল হবে। তবে মৌসুমি অক্ষরেখা সুরতগড়, রোহতক, ফতেহগড়, গয়া হয়ে দিঘা পর্যন্ত বিস্তৃত থাকায় বৃষ্টির প্রভাব আপাতত কমার সম্ভাবনা নেই।
রবিবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। অন্যান্য জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়। মঙ্গলবার ও বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর, অন্তত শনিবার পর্যন্ত এই নিষেধ বহাল থাকবে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা থাকলেও রবিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পঙেও বৃষ্টির সতর্কতা রয়েছে।