সালিশি সভায় ডেকে এক তরুণকে মারধরের অভিযোগ উঠল মহেশতলা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ওই ওয়ার্ডের বাসিন্দা এক তরুণের সঙ্গে প্রতিবেশী এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। গত ১৫ অগস্ট কিশোরীকে নিয়ে ওই তরুণ বাড়ি ছেড়ে পালিয়েছিলেন। এর পরে কিশোরীর পরিবার মহেশতলা থানায় মেয়েটির নিখোঁজ হওয়ার ডায়েরি করে। পরের দিন তরুণের পরিজনেরা ওই তরুণ ও কিশোরীকে খুঁজে বার করে দু’জনকে নিয়ে থানায় হাজির হন। দুই পরিবার নিজেদের মধ্যে কথাবার্তা বলে। নিখোঁজ ডায়েরি তুলে নেয় কিশোরীর পরিবার।
তরুণের মা জানান, মেয়েটির পরিবার কোনও মামলা না করে বিষয়টি আপসে মিটিয়ে নেয়। এর পরে কিশোরীকে নিয়ে চলে যান তাঁর বাবা। কিন্তু সেই ঘটনার এক সপ্তাহ পরে, গত শুক্রবার সকালে কিশোরীর তিন মামা ওই যুবককে স্থানীয় ক্লাবের কাছে ডাকেন বিষয়টির চূড়ান্ত মীমাংসার জন্য। যা হওয়ার কথা ছিল ওই দিন বিকেলে। সেখানে ডেকে ওই তরুণকে মারধর করা হয় বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে যান তাঁর মা। তাঁকেও রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ।
ছেলে ও মা আহত অবস্থায় মহেশতলা থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশ তাঁদের বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। শুক্রবার রাতেই অভিযুক্তদের বিরুদ্ধে মহেশতলা থানায় অভিযোগ দায়ের করে ওই তরুণের পরিবার।
পুলিশ সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে শরিফুল মোল্লা নামে এক জনকে গ্রেফতার করে শনিবার আদালতে পেশ করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিএনএসের ১০৯, ৭৪-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিচারক তাঁকে দু’দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। এই ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে বলেজানিয়েছে পুলিশ।