সন্দেশখালিতে ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপরে হামলার তদন্তে ফের সেখানে গেল সিবিআইয়ের তিনসদস্যের একটি দল। শনিবার তদন্তকারীরা সন্দেশখালি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার নেত্রী সবিতা রায়ের বাড়িতে যান।আরও কিছু বাড়িতে এ দিন গিয়েছেন তাঁরা। ২০২৪ সালের ৫ জানুয়ারির ঘটনার দিনের বিবরণ জানতে চান। তৃণমূল নেতা শেখশাহজাহানের বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছিল ওই ঘটনায়। পরে গ্রেফতার হন শাহজাহান-সহ কয়েক জন। খালি ১ নম্বর ব্লকের আগারহাটি এলাকায় শেখ শাহজাহানের বাড়িতে এসেছিলেন ইডি-র আধিকারিকেরা। ওই ঘটনায় এখনও পর্যন্ত জেলবন্দি রয়েছে শেখ শাহাজাহান।