• বেহাল জাতীয় সড়ক, জেলাশাসককে চিঠি দিলেন খোদ রানিগঞ্জের বিধায়ক
    এই সময় | ২৪ আগস্ট ২০২৫
  • এই সময়, আসানসোল: রানিগঞ্জের নাগরিক এবং বণিকসভার পক্ষ থেকে বার বার জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে বিক্ষোভ চলছে। রাস্তার সংস্কার চেয়ে রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ও চিঠি দিলেন জাতীয় সড়কের প্রজেক্ট ডিরেক্টর এবং জেলাশাসক-কে।

    বিধায়ক জানাচ্ছেন, রানিগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে বল্লভপুর রেল কলোনি পর্যন্ত ১৪ নম্বর জাতীয় সড়ক বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রত্যেক দিন দুর্ঘটনার মাত্রা বাড়ছে। প্রাণ হাতে নিয়ে সাধারণ মানুষকে চলাচল করতে হচ্ছে রাস্তায় তৈরি হওয়া বড় গর্তের উপর দিয়ে। বৃষ্টি হলেই জল জমে পরিস্থিতি এমন দাঁড়ায় যে, রাস্তার কোথায় গর্ত রয়েছে তা বোঝাই যায় না। অবিলম্বে গোটা রাস্তা মেরামতের দাবি জানিয়ে তিনি শুক্রবার চিঠি দিয়েছেন।

    রানিগঞ্জের নাগরিক সংগঠনের কার্যকরী সভাপতি গৌতম ঘটকও মনে করেন, যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তার সারাতেই হবে। না-হলে পরিস্থিতি আরও বিপজ্জনক হবে। সবচেয়ে খারাপ অবস্থা গির্জাপাড়া রেলগেটের কাছে। বাংলো, স্থানীয় পেট্রল পাম্পের এলাকা, কলোনি অঞ্চলে বড় বড় গর্ত হয়ে রয়েছে। ছোট গাড়ি গেলেই উল্টে যাওয়ার সম্ভাবনা থাকছে। কোনও ক্ষেত্রে দুর্ঘটনাও ঘটছে। প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। কিন্তু তা নিয়ে কারও কোনো হেলদোল নেই।

    রেল রানিগঞ্জের প্রাক্তন সিপিএম বিধায়ক রুনু দত্ত বলছিলেন, 'এই অঞ্চলে ঢোকা এবং বেরোনোর জন্য সমস্ত রাস্তা বেহাল। ফলে মানুষ দুর্ঘটনায় পড়ছেন বা প্রাণহানি হচ্ছে। এই অবস্থা তো চলতে দেওয়া যায় না। এখনই পুরো রাস্তার পূর্ণাঙ্গ সংস্কার প্রয়োজন।'

  • Link to this news (এই সময়)