• শিক্ষক পিটিয়ে গ্রেপ্তার তরুণী, পাল্টা অভিযোগ তুলে থানায় ধৃতের মা
    এই সময় | ২৪ আগস্ট ২০২৫
  • বেলঘরিয়ায় আঁকার শিক্ষককে মারধরের ঘটনায় এ বার পাল্টা অভিযোগের আঙুল তরুণীর পরিবারের। রাস্তায় বসে মদ্যপানের প্রতিবাদ করায় বেধড়ক মার খেতে হয় ওই শিক্ষককে। যে তরুণীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, এ বার তাঁর মায়ের দাবি, মেয়েকে অশালীন কথা বলেছিলেন শিক্ষকই।

    বেলঘরিয়া থানা এলাকার কামারহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ড। শনিবার সকালে রাস্তার ধারে বসে কয়েকজন তরুণ-তরুণী মদ্যপান করছিলেন বলে অভিযোগ। শিক্ষক নিরুপম পাল তার প্রতিবাদ করায় ওই তরুণ-তরুণীরা মারধর করেন নিরুপমকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজ়েনরা। বেলঘরিয়া থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারও ওই তরুণী। পরে জানা যায়, তরুণীর নাম মন্দিরা মুখোপাধ্যায়।

    এ দিকে মেয়ে গ্রেপ্তার হতেই থানায় গিয়ে হাজির হন তরুণীর মা। শিক্ষক নিরুপম পালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। একটি ভিডিয়ো ক্লিপও জমা দেন বলে খবর। তরুণীর মায়ের অভিযোগ, নিরুপমই প্রথমে তাঁর মেয়েকে অশালীন মন্তব্য করেছিলেন, তুলে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। তারই প্রতিবাদ করতে গিয়ে এই ঘটনা বলে দাবি তাঁর মায়ের।

    যদিও নিরুপমের বক্তব্য, ‘রাস্তায় ৭-৮ জন ছেলে ও একজন তরুণী মদ খাচ্ছিলেন। আমার ভালো লাগেনি বলে প্রতিবাদ করি। সে কথা তো গ্রাহ্যই করেনি। উল্টে আমাকে আক্রমণ করে বসে।’ তবে তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই ২৫ বছর বয়সি ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও তিন জনকে ধরেছে পুলিশ। একজন আবার নাবালক বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার সঙ্গে জড়িত থাকা আরও দুই নাবালক অভিযুক্তের খোঁজে পুলিশ।

  • Link to this news (এই সময়)