কলকাতা: ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আর একমাস মতো বাকি দুর্গাপুজোর। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুজোর শপিং।দোকানে দোকানে ভিড় করছেন ক্রেতারা। কলকাতা থেকে জেলা, এই ছবি রাজ্যের প্রায় সর্বত্র। কিন্তু পুজোর কেনাকাটায় মূলত বাধা হয়ে দাঁড়াচ্ছে বেয়াড়া বৃষ্টি। দক্ষিণবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ায় গতকাল দিনভর বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হয়। বাদ পড়েনি কলকাতাও। আজ, রবিবার, ছুটির দিনেও বৃষ্টি থেকে রেহাই নেই শহরবাসীর। সর্বশেষ পূর্বাভাসে এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ, মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গের উপর সক্রিয় রয়েছে। তাই বাইরে যাওয়ার কোনও প্ল্যান থাকলে ছাতা সঙ্গে নিতে ভুলবেন না।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন কলকাতার আকাশ প্রধানত মেঘলা থাকবে। কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে, বৃষ্টির জেরে ভ্যাপসা গরম আর নেই। কমেছে তাপমাত্রাও। আজ শহরের তাপমাত্রা ঘোরাফেরা করবে সর্বোচ্চ ২৯ ডিগ্রি থেকে সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.৮ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম।
জানা গিয়েছে, আগামীকাল, সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় নতুন একটি নিম্নচাপ তৈরি হবে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এই নিম্নচাপের প্রভাব ওড়িশায় বেশি পড়বে বলে অনুমান। তবে কিছুটা হলেও প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই কারণে কমবেশি বৃষ্টি লেগেই থাকবে।