• গ্রেপ্তার অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা
    দৈনিক স্টেটসম্যান | ২৪ আগস্ট ২০২৫
  • পুলিশকে গালিগালাজ করে হুমকি দেওয়ার অভিযোগে ব্যারাকপুর বিধানসভার বিজেপি কনভেনার বিশাল জয়শওয়ালকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে টিটাগড় থানার পুলিশ। ধৃত ব্যক্তি বিজেপি নেতা অর্জুন সিং ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। বিশালের গ্রেপ্তারি নিয়ে ব্যাপক রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অর্জুনের অভিযোগ, মিথ্যা অভিযোগে বিশালকে গ্রেপ্তার করা হয়েছে।

    জানা গিয়েছে, ব্যারাকপর পুরসভা এলাকায় রাস্তা খারাপ থাকার অভিযোগে গত ১৪ আগস্ট পথ অবরোধ কর্মসূচি করে বিজেপি। পথ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। পুলিশের কাজে বাধা দেওয়া ও পুলিশ কর্মীদের গায়ে হাত তোলারও অভিযোগ ওঠে। পুলিশকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বিজেপি নেতা বিশাল জয়শওয়াল। এমনকী হুমকিও দেওয়া হয়। এই সব অভিযোগে টিটাগড় থানায় বিশালের নামে মামলা দায়ের করে পুলিশ। এই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পুলিশের কাজে হস্তক্ষেপ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

    বিজেপি নেতা অর্জুন সিংয়ের অভিযোগ, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তৃণমূলের নেতা কর্মীরা গালিগালাজ করলে তখন পুলিশ নিষ্ক্রিয় থাকে। বিশালকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। যদিও ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস জানিয়েছেন, পুলিশের গায়ে হাত তোলা হয়েছে, গালিগালাজ করা হয়েছে বলেই গ্রেপ্তার হয়েছেন বিশাল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)