সোমবার থেকে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা
দৈনিক স্টেটসম্যান | ২৪ আগস্ট ২০২৫
মেট্রো যাত্রীদের জন্য সুখবর। সোমবার থেকে ব্লু লাইনের দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে মেট্রোর সংখ্যা বাড়ছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বর্তমানে ব্লু লাইনে আপ এবং ডাউন মিলিয়ে মোট ২৬২টি ট্রেন চলে। সেই সংখ্যা বাড়তে চলেছে। সোমবার থেকে ব্লু লাইনে আপ এবং ডাউন মিলিয়ে মেট্রো চলবে ২৮৪টি।
ব্যস্ত সময়ে ব্লু লাইনে যাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। যাত্রীদের একাংশ মনে করছেন, এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ রুট চালু হয়ে যাওয়ায় ব্লু লাইনের মেট্রোতেও বাড়তি চাপ আসতে পারে। সেই কথা মাথায় রেখেই নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম রুটে মেট্রোর সংখ্যা বাড়ানো হল।
ব্লু লাইনে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়ার সূচিতে কোনও বদল নেই। তবে শেষ মেট্রোর সময় বদলাচ্ছে। বর্তমানে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৩৩ মিনিটে। সোমবার থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো শহিদ ক্ষুদিরাম থেকে পাওয়া যাবে রাত ৯টা ৩৪ মিনিটে। আর শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৪৪ মিনিটে। আগে শেষ মেট্রোটি ৯টা ৪৩ মিনিটে ছাড়ত। শনিবার ও রবিবারের সূচিতে অবশ্য কোনও পরিবর্তন হচ্ছে না।