• তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বাতিল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে
    দৈনিক স্টেটসম্যান | ২৪ আগস্ট ২০২৫
  • আসন্ন ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে দেখা গেল বিপরীত চিত্র। একদিকে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী স্নাতক স্তরের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রইল কলকাতা বিশ্ববিদ্যালয়, অন্যদিকে স্নাতকোত্তর স্তরের পরীক্ষা পিছিয়ে দিল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়।

    শনিবার এক বিজ্ঞপ্তিতে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরীক্ষার্থীদের অনুরোধ এবং ২৮ আগস্ট দিনটিতে গণপরিবহণ স্বাভাবিক নাও থাকতে পারে, এই আশঙ্কার কথা মাথায় রেখে স্নাতকোত্তর স্তরের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাগুলি ৩০ আগস্ট নেওয়া হবে বলে জানানো হয়েছে।

    তবে বিরোধীদের একাংশের অভিযোগ, পরীক্ষার্থীদের স্বার্থ নয়, মূলত শাসকদল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজ্য রাজনীতির ময়দানে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

    অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ এলএলবি এবং বিকম চতুর্থ সেমেস্টারের পরীক্ষা নির্ধারিত রয়েছে ওই দিনেই। শাসকদলের ছাত্র সংগঠন এবং উচ্চ শিক্ষা দপ্তরের তরফে পরীক্ষার দিন বদলানোর জন্য আবেদন করা হলেও, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শান্তা দত্ত তাতে সাড়া দেননি।

    শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রকাশ্যে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধের প্রতি সম্মান দেখানো উচিত ছিল উপাচার্যের। তবে শান্তা দত্ত স্পষ্ট করেন, প্রায় ৩০ হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ এবং প্রস্তুতির কথা মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, যদি ছাত্রছাত্রীদের পরীক্ষার দিনে সমস্যা হয়, তাহলে সেটা সমাধান করার দায়িত্ব প্রশাসনের।

    এই বিতর্কের মধ্যেই ফের একবার রাজ্যের শিক্ষা ব্যবস্থায় প্রশাসনিক হস্তক্ষেপ এবং রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলছে শিক্ষামহল। একদিকে যখন ছাত্রছাত্রীদের স্বার্থে পরীক্ষার দিন অপরিবর্তিত রাখার পদক্ষেপ প্রশংসিত হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচির জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষতা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)