• ছিঁড়ল ইলেকট্রিক তার, দুর্ঘটনা থেকে রক্ষা মালদহ-আজিমগঞ্জ প্যাসেঞ্জারের
    দৈনিক স্টেটসম্যান | ২৪ আগস্ট ২০২৫
  • রেললাইনের উপরে ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার। যদিও বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে মালদহ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। রবিবার সকাল ৮টা নাগাদ নিউ ফরাক্কা স্টেশনে ঢোকার মুখে, ঠিক ফরাক্কা ব্যারেজের উপরে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। ছিঁড়ে পড়া তারের ঠিক আগে সময়মতো ব্রেক কষে ট্রেন থামিয়ে দেওয়ায় বেঁচে যান কয়েকশো যাত্রী।

    ঘটনার জেরে সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে মালদা-আজিমগঞ্জ এবং মালদা-রামপুরহাট শাখার রেল পরিষেবা। রেললাইনেই দাঁড়িয়ে পড়ে একাধিক যাত্রীবাহী ও মালবাহী ট্রেন। তৈরি হয় তীব্র যানজট। ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে অনেক যাত্রীকে লাইনের উপর দিয়ে হেঁটে যেতে দেখা যায়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ। শেষ পাওয়া খবর অনুযায়ী, মালদহ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটিকে সরানো হয়েছে। সংশ্লিষ্ট শাখার ট্রেন চলাচল সাড়ে ১১টা থেকে স্বাভাবিক হতে শুরু করে।

    যাত্রীদের দাবি, ট্রেনটি নির্দিষ্ট গতিতে চলছিল। হঠাৎই ব্যারেজের উপর ট্রেন থেমে যায়। প্রথমে কিছু বোঝা না গেলেও পরে দেখা যায় লাইনের উপর ছিঁড়ে পড়ে আছে একটি হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তার। উপস্থিত একাধিক যাত্রীর মতে, মাত্র কয়েক মুহূর্তের হেরফের হলেই তারটি ট্রেনের উপরেই পড়তে পারত এবং ঘটে যেতে পারত ভয়াবহ দুর্ঘটনা। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন রেল দপ্তরের আধিকারিকরা ও আরপিএফ বাহিনী।

    পরিস্থিতি খতিয়ে দেখা হয় এবং দ্রুত মেরামতির কাজ শুরু হয়। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঠিক কী কারণে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, ‘ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মেরামতির কাজ শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলে।’ অন্যদিকে, এই ঘটনায় রেল পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীদের অভিযোগ, নিয়মিত নজরদারি না থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)