দেবব্রত মণ্ডল, বারুইপুর: সাংসারিক অশান্তি! মানসিক ভাবে বিপর্যস্ত! তার জেরেই চূড়ান্ত পদক্ষেপ! ঘর থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার তালদি বয়ার সিং এলাকায়। প্রাথমিক অনুমান, সাংসারিক অশান্তির জন্য ‘আত্মঘাতী’ হয়েছেন দম্পতি। তবে অন্য কোনও কারণ আছে কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতির নাম নাজির মোল্লা। ২২ বছর। রিংকি মোল্লা। বয়স ১৮ বছর। বছর চারেক আগে তাঁদের বিয়ে হয়েছিল বলে জানা গিয়েছে। দম্পতির বছর দুয়েকের কন্যা সন্তানও রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দম্পতির মধ্যে দীর্ঘ সময় ধরে ঝামেলা চলছিল। প্রতিদিন অশান্তি লেগেই থাকত। তার জেরেই তাঁরা আত্মঘাতী হয়েছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার রাতেও দম্পতির মধ্যে এক প্রস্থ অশান্তি হয়। রবিবার বেলা গড়িয়ে গেলেও তাঁরা দরজা খোলেননি। ঘর থেকে তাঁদের মেয়ের কান্নার শব্দ পান সদস্যরা। বাংরবার ডাকার পর যুগলের সাড়াশব্দ না পাওয়ায়, দরজা ভেঙে ঘরে ঢোকেন তাঁরা। তখনই যুগলের ঝুলন্ত উদ্ধার হয়। খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।