• কোচবিহারে পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে গ্রেপ্তার আরও ২
    প্রতিদিন | ২৪ আগস্ট ২০২৫
  • বিক্রম রায়, কোচবিহার: কোচবিহারে তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায় খুনে গ্রেপ্তার আরও দুই। আলিপুরদুয়ারের তপসীখাতা এলাকা থেকে দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড কার্তুজ ও একটি বাইক। পুলিশের অনুমান, এই অস্ত্র খুনে ব্যবহৃত হয়েছে। বাইকটিও ব্যবহার করা হয়েছে। অস্ত্রটি ফরেনসিকে পাঠানো হয়েছে।

    অমর রায় খুনে এখনও পর্যন্ত মোট পাঁচজন গ্রেপ্তার হয়েছে। পুলিশ সূত্রে খবর, যে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে তারা সুপারি কিলার। খুনের জন্য তাদের ভাড়া করে নিয়ে আসা হয়েছিল বলে দাবি পুলিশের। ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন তদন্তকারীরা। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিনারা করতে চাইছে পুলিশ।

    উল্লেখ্য, রাখির দিন কোচবিহারের ২ নম্বর ব্লকের ডোডেয়ার হাট এলাকায় দুপুরে গুলি চলে। বন্ধুর সঙ্গে মাংস কিনতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে ভরা বাজারে খুন হয়েছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান তৃণমূল নেত্রী কুন্তলা রায়ের ছেলে অমর রায়। তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। মাথা ও পিঠে গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমরের। পালিয়ে যায় দুষ্কৃতীরা। দ্রুত ঘটনার তদন্ত শুরু করে কোচবিহার জেলা পুলিশ। ঘটনার দিনই একটি চারচাকা গাড়ি উদ্ধার হয়েছিল। তারপর কয়েজকজনকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। তাদের জিজ্ঞাসাবাদ করে এবার আরও দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)