• হাঁস-মুরগি মেরেছে! রাগে আসানসোলে ৬টি পথকুকুর ‘খুন’, ফুঁসছেন পশুপ্রেমীরা
    প্রতিদিন | ২৪ আগস্ট ২০২৫
  • শেখর চন্দ্র, আসানসোল: হাঁস-মুরগি মেরে ফেলেছে। সেই রাগে ৬ টি পথকুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই মৃত তিনটি কুকুর উদ্ধার হয়েছে। তিনটিকে খুনের পর মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে অনুমান। বাকি ২ টি কুকুর অসুস্থ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল আসানসোলের হীরাপুরে। ইতিমধ্যেই এবিষয়ে হীরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    জানা গিয়েছে, আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত মানিক চাঁদ গার্লস স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা বিকাশ মণ্ডল। অভিযোগ, তাঁর হাঁস-মুরগি খেয়ে নিয়েছে এলাকারই কয়েকটি চারপেয়ে। তাতেই রেগে আগুন হয়ে যায় বিকাশ। এরপরই এলাকার ৮টি সারমেয়কে বিষ খাইয়ে দেয় বলে অভিযোগ। এলাকা থেকে তিনটি কুকুর মৃত অবস্থায় উদ্ধার হয়েছে। দুজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে পশুপ্রেমীরা। তাঁদের দাবি, এলাকার আরও তিনটি সারমেয় বেপাত্তা। অনুমান, ওই তিনটি কুকুরকে খুনের পর মাটিতে পুঁতে দেওয়া হয়েছে।

    ঘটনা প্রকাশ্যে আসার পরই পশুপ্রেমীরা হীরাপুর থানায় অভিযোগ দায়ের করতে যায়। প্রথমে তদন্তে পুলিশ অসহযোগিতা করে বলে অভিযোগ। পরে জিডি করে। স্থানীয় সমাজসেবী শংকর নাগ বলেন, “মানিক চাঁদ এলাকায় ছটি কুকুরকে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। যে কুকুরগুলির দেহ উদ্ধার করা হয়েছে সেগুলিকে ময়নাতদন্তে পাঠানো হবে। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পশুপ্রেমী সংগঠনগুলো।”
  • Link to this news (প্রতিদিন)