লিভ-ইন সম্পর্কের মাঝে তৃতীয়জন! পার্টনারের চোখে ‘ছুরিকাঘাতে’ গ্রেপ্তার মহিলা
প্রতিদিন | ২৪ আগস্ট ২০২৫
দেবব্রত মণ্ডল, বারুইপুর: লিভ-ইন সম্পর্কের মধ্যে তৃতীয়জনের উপস্থিতির অভিযোগে হাড়হিম ঘটনা। পার্টনারের চোখে ছুরি দিয়ে আঘাত করলেন মহিলা সঙ্গী! গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে প্রায় ১২ বছর ধরে লিভ ইন সম্পর্কে থাকছিলেন প্রতিমা দাস ও শ্যামল দাস। এলাকায় দম্পতি হিসেবেই নিজেদের পরিচয় দিতেন দু’জনে। অভিযোগ, সেই সম্পর্কের মধ্যেই তৃতীয়জনের আগমন হয়েছিল। সেই নিয়ে বেশ কিছুদিন ধরেই দু’জনের মধ্যে অশান্তিক চলছিল বলে অভিযোগ। আর তার জেরেই এই রক্তারক্তি কাণ্ড!
অভিযোগ, শ্যামল দাসের সঙ্গে অন্য এক মহিলার সম্প্রতি ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। সেই কথা জানতে পেরে গিয়েছিলেন প্রতিমা। এরপরেই দু’জনের মধ্যে চরম অশান্তি তৈরি হয়। গতকাল, শনিবার বাড়িতে থাকাকালীন সেই অশান্তি চরমে পৌঁছয়। অভিযোগ, আচমকাই প্রতিমা দাস রান্নাঘর থেকে একটি ধারালো ছুরি নিয়ে শ্যামলের চোখে আঘাত করেন। ঘটনায় গুরুতর জখম হন ওই ব্যক্তি। রক্তাক্ত শ্যামলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে খবর। আক্রান্ত ব্যক্তির তরফে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে গ্রেপ্তার করে অভিযুক্ত প্রতিমা দাসকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য পেতে চাইছে পুলিশ। এত বছর একসঙ্গে থাকার পরও কীভাবে এই ঘটনা ঘটতে পারে? প্রশ্ন প্রতিবেশীদের।