• অশনিসংকেত, আগামী ৪৮ ঘণ্টায় ফের ঘনাবে নিম্নচাপ! দক্ষিণে চলবে ভারী বৃষ্টি
    প্রতিদিন | ২৪ আগস্ট ২০২৫
  • নিরুফা খাতুন: দুর্যোগ যেন পিছু ছাড়ছে না! ভাদ্রমাসের শুরু থেকেই নিম্নচাপের প্রভাবে বাংলার উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে। এর মধ্যেই অশনিসংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তেমন হলে আপাতত বৃষ্টি যে পিছু ছাড়বে না, তেমনই মনে করছে হাওয়া অফিস। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের আজ, রবিবারও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপর নিম্নচাপ অবস্থান করছিল। গায়েঙ্গ পশ্চিমবঙ্গ এলাকা থেকে নিম্নচাপ পশ্চিমী ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় সরে যাচ্ছে। তবে স্বস্তির কথা জানায়নি আবহাওয়া দপ্তর। কারণ, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ফের তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় সেটি নিম্নচাপে বদলে যাবে বলেই আশঙ্কা। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আজ, রবিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। উপকূল ও পশ্চিমের সাত জেলায় ভারী বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টি হবে। আগামী কাল, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে।

    মৌসুমী অক্ষরেখা কলকাতার ওপর দিয়ে বিস্তৃত। আজ, রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আপেক্ষিক আর্দ্রতা ৯৩ থেকে ৯৭ শতাংশ। সোমবারে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

    ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। আজ, রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী কাল, সোমবার জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)