কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ, বাস অমিল! স্টেশন থেকে বেরিয়ে রেলযাত্রীরা বিপাকে! ‘সুযোগ বুঝে কোপ’ ট্যাক্সিচালকদের
আনন্দবাজার | ২৪ আগস্ট ২০২৫
রবিবার প্রায় সাড়ে ১৭ ঘণ্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) এবং কোনা এক্সপ্রেসওয়ে। যার জেরে বিপাকে পড়লেন শ’য়ে শ’য়ে রেলযাত্রী। সড়কপথ বন্ধ থাকায় বাসের দেখা মিলল না। অভিযোগ, এই সুযোগে কোপ বসাচ্ছেন ট্যাক্সিচালকেরা। দাবি, দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে।
দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি স্টেশন একেবারে কোনা এক্সপ্রেস লাগোয়া। স্টেশনে যাতায়াত করতে গিয়েই বিপাকে পড়েছেন যাত্রীরা। রবিবার ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরোনোর পর কোনও বাসেরই দেখা মিলল না। হাতেগোনা কয়েকটি ট্যাক্সি ছিল। কিন্তু অভিযোগ, ট্যাক্সিচালকেরা এত বেশি ভাড়া চাইছেন যে, তাতে যাওয়া সম্ভব নয়!
মৌসুমি ঘোষ নামে এক যাত্রী বলেন, ‘‘সাঁতরাগাছি স্টেশন থেকে নবান্ন যেতে চারশো টাকা চাইছে। অন্য সময়ে দুশো টাকা লাগে।’’ তবে সঞ্জয় দাস নামে এক চালক বলছেন, ‘‘আজ ঘুরপথে যেতে হচ্ছে। তাই সামান্য বেশি ভাড়া চাওয়া হচ্ছে।’’
যাত্রী নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এক বাইকচালক এবং এক টোটোচালকের মধ্যে হাত হাতাহাতিও হয়। অন্য চালকেরা গিয়ে ঝামেলা থামান। এক বাইকচালকের অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে তাঁকে মারধর করেছেন এক টোটোচালক। তিনি জগাছা থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্তও নিয়েছেন।
রবিবার ভোর ৪টে থেকে বন্ধ যান চলাচল। রাত সাড়ে ৯টায় রাস্তা খুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দ্বিতীয় হুগলি সেতুর কেবল মেরামত ও কোনা এক্সপ্রেসওয়েতে এলিভেটেড করিডর তৈরির অংশ হিসাবে গার্ডার অর্থাৎ স্টিলের বিম বসানোর কাজ চলছে।