নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দার্জিলিং-কালিম্পং জেলা এবং তরাই-ডুয়ার্সের চা বাগান শ্রমিকদের ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ২০ শতাংশ হারে বোনাস দিতে বলল রাজ্য শ্রমদপ্তর। চা বাগানগুলির কর্তৃপক্ষের কাছে এই সংক্রান্ত ‘অ্যাডভাইসরি’ পাঠিয়েছে দপ্তর। ১৫ সেপ্টেম্বরের মধ্যে বোনাসের টাকা মিটিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে শ্রমদপ্তর। বোনাস পাওয়ার জন্য বেতনের ঊর্ধ্বসীমা বা সিলিংয়ের কোনও পরিবর্তন করা হয়নি। এটা আগের বছরের মতোই থাকবে। শ্রমদপ্তরের পরামর্শ মানা হচ্ছে কি না তার উপর নজর রাখা হবে। পাশাপাশি শ্রমদপ্তরের পক্ষ থেকে চা বাগানগুলির পরিচালন কর্তৃপক্ষ এবং শ্রমিক ইউনিয়নগুলিকে অনুরোধ করা হয়েছে, তারা যেন চা শিল্পে শান্তি ও সম্প্রীতি বজায় রাখে।