দক্ষিণ দিনাজপুরে বাসের সঙ্গে দুটি গাড়ির সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৩
বর্তমান | ২৫ আগস্ট ২০২৫
সংবাদদাতা, গঙ্গারামপুর: রবিবার দক্ষিণ দিনাজপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুটি ছোট গাড়ির সঙ্গে সরকারি বাসের সংঘর্ষের জেরে মৃত্যু হল কমপক্ষে ৩ জনের। জখম আরও ৮। আজ, বুধবার দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারির জামবাগান এলাকায়।পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ৩ যুবক পুরাতন মালদহের মাধাইপুর এলাকার বাসিন্দা। জখমদের বাড়িও ওই একই এলাকায়।স্থানীয় সূত্রে খবর, একটি ছোট প্রাইভেট গাড়িতে করে মালদহ থেকে গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়ায় দুদিন ব্যাপী দিবারাত্রি ফুটবল খেলা দেখতে যাচ্ছিল যুবকেরা। রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ বংশীহারির জামবাগান এলাকায় ৫১২ জাতীয় সড়কে যাত্রীবাহী ওই গাড়িটির সঙ্গে একটি পিক আপ ভ্যানের মুখোমুখি ধাক্কা লাগে। আর সঙ্গে সঙ্গেই প্রাইভেট গাড়িটির পিছনে থাকা একটি সরকারি বাসও সজোরে ধাক্কা মারে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিতে। স্থানীয়দের দাবি, বাসটি উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার গাড়ি। ধাক্কা মারার পরেই টাল সামলাতে না পেরে সেটি পাশের নয়ানজুলিতে পড়ে যায়।দুর্ঘটনার পর স্থানীয়রাই জখমদের উদ্ধার করে রসিদপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। জখম যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।