বধূকে খুনের অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে, দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল দেহ
বর্তমান | ২৫ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রবিবার দিনভর চাঞ্চল্য রইল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তেঘড়ি এলাকায়। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল গৃহবধূর দেহ। কলকাতা হাইকোর্টের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সকালেই সম্পন্ন হয় দেহ তোলার কাজ। পরবর্তীতে কল্যাণীর এইমসে ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়েছে।পুলিস সূত্রে খবর, প্রায় চার মাস আগে রঘুনাথগঞ্জের মহম্মদপুরে ফতেমা খাতুন (২০) নামে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর বাপের বাড়ির পক্ষ থেকে অভিযোগ করা হয় শ্বশুর বাড়ির লোকজনই মেয়েকে খুন করেছে। পুলিসের কাছে অভিযোগও জানান তাঁরা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীসহ শ্বশুর বাড়ির তিনজনকে গ্রেপ্তার করে পুলিস।তবে ময়নাতদন্তের রিপোর্টে সন্তুষ্ট না হওয়ায় ফের ময়নাতদন্তের জন্য আবেদন করে মৃতার বাপের বাড়ির লোকজন। সেই আবেদনে সাড়া দেয় কলকাতা হাইকোর্ট। এরপরই রবিবার মহিলার দেহ কবর থেকে তুলে পাঠানো হল ময়নাতদন্তের জন্য।