• বন্ধ রাস্তা, বিপাকে রেলযাত্রীরা
    দৈনিক স্টেটসম্যান | ২৫ আগস্ট ২০২৫
  • কেবল মেরামত ও এলিভেটেড করিডর তৈরির কাজের জন্য রবিবার প্রায় সাড়ে ১৭ ঘণ্টা বন্ধ ছিল দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে। ভোর ৪টে থেকে বন্ধ হয় যান চলাচল। রাত সাড়ে ৯টা নাগাদ রাস্তা খুলে দেওয়া হয়। এই দুই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন রেলযাত্রীরা। এই সুযোগে ট্যাক্সিচালকদের বিরুদ্ধে বেশি ভাড়া চাওয়ার অভিযোগ উঠেছে।

    কোনা এক্সপ্রেসওয়ে লাগোয়া একটি স্টেশন হল সাঁতরাগাছি। রবিবার স্টেশন থেকে বেরিয়ে বিপাকে পড়তে হয়েছে যাত্রীদের। কারণ রাস্তায় কোনও বাস ছিল না। কয়েকটি মাত্র ট্যাক্সি চলাচল করলেও চালক প্রায় দ্বিগুণ ভাড়া চাইছিলেন। সাঁতরাগাছি স্টেশন থেকে নবান্ন পর্যন্ত যেতে চাওয়া হয় ৪০০ টাকা। যেখানে অন্য সময়ে ২০০ টাকায় ট্যাক্সি করে ওই এলাকায় যাতায়াত করা যায়। যদিও ট্যাক্সি চালকের দাবি, রাস্তা বন্ধ থাকায় ঘুরপথে যেতে হচ্ছে। সেই কারণে ভাড়া বেশি চাওয়া হয়েছে। যাত্রী নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এদিন এক টোটোচালক ও বাইকচালকের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়। বাইকচালকের অভিযোগ, টোটোচালক ইচ্ছাকৃতভাবে তাঁকে মারধর করেছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)