রঞ্জন মহাপাত্র, কাঁথি: ভিনরাজ্যে ফের বাংলার শ্রমিকের মৃত্যু। আত্মীয়র বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন মা ও ছেলে। আরও তিনজন গুরুতর জখম। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। দুর্ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজনেরা।
কাঁথির দেশপ্রাণ ব্লকের চলতি গ্রাম পঞ্চায়েতের খাগড়াবনি এলাকার বাসিন্দা জাহাঙ্গির সাহা। তাঁর পরিবারের ৫ সদস্য উত্তরপ্রদেশে রাজমিস্ত্রির কাজে রওনা দিয়েছিলেন। সেখানে এক আত্মীয়র বাড়িতে বিয়ে ছিল। শনিবার দুপুরে ট্রেন থেকে নেমে একটি অটো করে আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন সপরিবারে। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে ধাক্কা মারে। গুরুতর জখম হন অটোতে থাকা ৬ জন যাত্রী। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক মা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, পরিবারের তিন সদস্যের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর কাঁথির বাড়িতে পৌঁছতেই নেমেছে কান্নার রোল। দেহ ফেরানো এবং বাকিদের চিকিৎসার বন্দোবস্ত করতে কাঁথি থেকে রওনা দিয়েছেন আত্মীয়রা। নিহতদের আত্মীয় শেখ হাবিব বলেন, “কাজের জন্যই উত্তরপ্রদেশে রওনা দিয়েছিল ওঁরা। ফোনে দুর্ঘটনার কথা জানতে পারি। এলাকাবাসীর সহযোগিতায় উত্তরপ্রদেশে রওনা দিয়েছি।” পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা তরুণ জানা বলেন, “পরিবারের সদস্যদের সমবেদনা জানাই। সব রকমের সহযোগিতা করব।”