বাস-বোলেরো-পিকআপ ভ্যানের সংঘর্ষে দক্ষিণ দিনাজপুরে মৃত ২, প্রবল উত্তেজনা
প্রতিদিন | ২৫ আগস্ট ২০২৫
রাজা দাস, বালুরঘাট: সরকারি বাস, বোলেরো গাড়ি ও পিকআপের ভ্যানের সংঘর্ষ। মৃত্যু হল অন্তত ২ জনের। আহত ১০ জনের বেশি। ররিবার রাতে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার জামবাড়ি ৫১২ নম্বর জাতীয় সড়কে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান স্থানীয়দের। ঘটনাস্থলে বংশীহারী থানার পুলিশ। চরম উত্তেজনা এলাকায়। রাস্তায় জমায়েত কয়েকশো লোকের।
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে একটি সরকারি বাস গঙ্গারামপুর থেকে মালদহর দিকে যাচ্ছিল। অপরদিকে, মালদহর মাধাইপুরের ১১ জন বাসিন্দা একটি বোলেরোতে চেপে গঙ্গারামপুরের ঠ্যাঙাপাড়ায় ফুটবল খেলা দেখতে আসছিলেন। সেসময় বংশীহারী থানার জামবাড়ি এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কের ওপর বাস ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার মধ্যে পড়ে যায় একটি পিকআপ ভ্যান। সেটি রাস্তা থেকে ছিটকে পড়ে দূরের জঙ্গলে। দুমড়ে-মুচড়ে যায় বোলেরো গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে সরকারি বাস। ঘটনায় জখম হন বোলেরোর ১১ জন যাত্রীই। স্থানীয় মানুষজন ও বংশীহারী থানার বিশাল পুলিশ বাহিনী এসে যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে যায় রসিদপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা দুইজনকে মৃত বলে ঘোষণা করে।
দু’জনের অবস্থা সংকটজনক হওয়ায় তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকিদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। তবে আহতরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনায় জামবাড়ি এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বাস যাত্রীদের মধ্যে কেউ কেউ অল্পবিস্তর আহত হয়েছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদের নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।