• বেলঘরিয়ায় মদ্যপানের প্রতিবাদে ‘মারে’ গ্রেপ্তার মূল অভিযুক্ত, আক্রান্তের বিরুদ্ধেও অভিযোগ দায়ের
    প্রতিদিন | ২৫ আগস্ট ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: বেলঘরিয়ায় প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় শিক্ষককে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত পাপাই নাট্টাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের বাড়ি নিমতা থানা এলাকায়। এই ঘটনায় শনিবার মুদিরা মুখোপাধ্যায়, পলাশ দাসকে গ্রেপ্তার করার পাশাপাশি অভিযুক্ত দুই নাবালককে আটক করেছিল বেলঘরিয়া থানার পুলিশ। এরপর রবিবার গ্রেপ্তার হল মূল অভিযুক্ত। এদিকে আবার আক্রান্ত অঙ্কন শিক্ষকের বিরুদ্ধে ধৃত তরুনীর মা বেলঘরিয়া থানায় অভিযোগ জানিয়েছেন।

    প্রসঙ্গত, কামারহাটি পুরসভার ৩১নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া নন্দননগর এলাকার বাসিন্দা অঙ্কন শিক্ষক নিরুপম পাল। শনিবার আনুমানিক ভোর ৬টা নাগাদ তিনি কৌশিকী অমাবস্যার পুজো দিয়ে বাইকে বাড়ি ফিরছিলেন। তখন তিনি লক্ষ্য করেন রাস্তার পাশে একটি ঝিলপাড়ে কয়েকজন যুবক-যুবতী বসে প্রকাশ্যে মদ?্যপান করছেন। অভিযোগ, প্রতিবাদ করতেই কয়েকজন উন্মত্ত যুবক-যুবতী ঝাঁপিয়ে পড়েন শিক্ষকের উপর। প্রথমে দু-এক কথা থেকে বচসা বেঁধে যায়। তারপরই শিক্ষককে বাইক থেকে নামিয়ে চলে বেধড়ক মারধর। হামলায় সামিল হন এক যুবতীও। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টাও করছেন নিরুপম। কিন্তু লাভ হয়নি। বেশ কিছুক্ষণ ধরে প্রকাশ্যে এভাবে গুণ্ডামি চলতে দেখে এলাকার লোকজন ছুটে এলে প্রাণে বাঁচেন শিক্ষক।

    সেই সময়ই পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় হামলাকারীরা। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত কয়েকজন গ্রেপ্তার হতেই বেলঘরিয়া থানার দারস্থ হন ধৃত মদিরার মা রুমা মুখোপাধ্যায়। অঙ্কন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তিনি দাবি করেন, পুজোর শেষে মেয়ে ও তাঁর বন্ধুরা মিলে বসে প্রসাদ খাচ্ছিল। তখন ওই শিক্ষক তাঁর মেয়েকে নোংরা ইঙ্গিত করে। বাড়িতে তুলে নিয়ে যাবেও বলা হয় বলে অভিযোগ। তখনই মেয়ে ও তাঁর বন্ধুরা রেগে যায়। এরপর হাতাহাতি বাঁধে। ভোরে মেয়ে বাড়িতে গিয়ে নাকি একথা জানিয়েছিল। তাই থানায় অভিযোগ জানিয়েছেন বলে জানান তিনি।
  • Link to this news (প্রতিদিন)