ফেরা হল না বাড়ি! ট্রেন থেকে জলঙ্গিতে পড়ে মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের
প্রতিদিন | ২৫ আগস্ট ২০২৫
সঞ্জিত ঘোষ, নদিয়া: হায়দরাবাদ থেকে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে নদীতে পড়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের। শুক্রবার মুর্শিদাবাদে বাড়ি ফেরার পথে কৃষ্ণনগরে জলঙ্গি নদীতে পড়েন তিনি। রবিবার সকাল দশটা নাগাদ তাঁর দেহ উদ্ধার করল পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
মৃত শ্রমিকের নাম কামাল হাসান। তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। মাসখানেক আগে হায়দরাবাদে কাজে গিয়েছিলেন। তবে শুক্রবার বাড়ি ফিরছিলেন। শিয়ালদহ-লালগোলার ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন। দাঁড়িয়েছিলেন দরজার কাছে। সেই সময় ট্রেনটি নদিয়ায় কৃষ্ণনগরে কোতোয়ালি থানার অর্ন্তগন্ত জলঙ্গি ব্রিজের উপর উঠতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তলিয়ে যান।
সঙ্গে থাকা বন্ধুরা পরিবারকে খবর দেন। তারা এসে কোতোয়ালি থানার পুলিশে বিষয়টি জানান। খোঁজ শুরু করে পুলিশ। কিন্তু দুই দিন কামালকে খুঁজে পাওয়া যায়নি। নদীতে জল থাকায় আশঙ্কা করা হচ্ছিল পরিযায়ী অনেকটা দূরে ভেসে গিয়ে থাকতে পারেন। লাগাতার তল্লাশির পর অবশেষে আজ, রবিবার শ্রমিককে ধুবুলিয়া থানার পুলিশ জলঙ্গী থেকে উদ্ধার করে। পরিবার এসে সঙ্গেই ছিল। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তারপর দেহ তুলে দেওয়া হবে পরিজনদের হাতে।