নন্দীগ্রামে মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই ‘তাণ্ডব’ বিজেপির!
প্রতিদিন | ২৫ আগস্ট ২০২৫
চঞ্চল প্রধান, হলদিয়া: নন্দীগ্রামের মহিলা সংঘের নির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল। উড়ল সবুজ আবির। রবিবার মহিষাদলের নাটশাল-১ গ্রাম পঞ্চায়েত এলাকার নাটশাল-১ রূপনারায়ণ বহুমুখী প্রাথমিক মহিলা সংঘ সমবায় সমিতি লিমিটেডের ভোটে এই সাফল্যে খুশির হাওয়া স্থানীয় ঘাসফুল শিবিরে। সমবায়ের মোট আসন ১১টি। যার মধ্যে ৯টি তৃণমূল, ১টি বিজেপি এবং ১টি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেছেন। অন্যদিকে, নন্দীগ্রাম ২ নং ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচালনা বোর্ড দখল করেই কার্যত তাণ্ডব দেখাল বিজেপি! ‘জয় শ্রীরাম’ বনাম ‘জয় বাংলা’ স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল বিরুলিয়া এলাকা।
জানা যাচ্ছে, ভোটের আগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ টি আসনে তৃণমূল এবং একটিতে নির্দল প্রার্থী জয়লাভ করেছেন। রবিবার ৬ টি আসনে ভোট হয়। এদিন ১২২ জন ভোটারের মধ্যে ১১৮ জন ভোটার ভোটদান করেন। বিকেলে ফলপ্রকাশ হলে দেখা যায়, ৬ টি আসনের মধ্যে ৫টিতেই তৃণমূল জয়ী হয়েছে। বাকি একটি আসন দখল করেছে বিজেপি। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস শাসিত নাটশাল-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শিবপ্রসাদ বেরা বলেন, “এই জয় বাংলার তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়নের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের কথা ভাবেন, তা মাথায় রেখে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করিয়েছেন।”
অন্যদিকে, নন্দীগ্রাম দু’ নম্বর ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচালনা বোর্ড দখল করেছে গেরুয়া শিবির। রবিবার ছিল এই সমবায়ের ভোট। এখানে মোট আসন ১২টি। সবক’টি আসনেই জয়ী হয়েছে বিজেপি। এরপর জয় উদযাপন করতে গিয়ে বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে অভিযোগ। হামলা চলে রাস্তার উলটোদিকে থাকা তৃণমূলের ক্যাম্পে। দুই শিবিরের হাতাহাতিতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।