• হাওড়ায় প্রৌঢ়ের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
    এই সময় | ২৫ আগস্ট ২০২৫
  • হাওড়ায় এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম প্রদীপ পোরে (৫৫)। পুলিশ সূত্রের খবর, রবিবার সন্ধ্যে নাগাদ স্থানীয়রা প্রথমে জানলা দিয়ে প্রদীপকে ঘরের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তা দেখে তাঁরা সাঁতরাগাছি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

    ঘটনাটি ঘটেছে হাওড়া সাঁতরাগাছি গভর্মেন্ট কলোনি এলাকার একটি বাড়িতে। পুলিশ সূত্রের খবর, প্রদীপ মেটিয়াবুরুজের বাসিন্দা। কর্মসূত্রে কিছুদিন আগে তিনি হাওড়ায় এসেছেন। তার পর থেকে কলোনি এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।

    সূত্রের খবর, সাঁতরাগাছি থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। এর পরে পুলিশ দরজা ভেঙে ঘর থেকে প্রদীপের দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও রকম শারীরিক অসুস্থতা থেকেই প্রদীপের মৃত্যু হয়েছে।

    শারীরিক অসুস্থতা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে পুলিশ সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। সেই সঙ্গে ওই ভাড়া বাড়িতে প্রদীপের সঙ্গে আর কে কে থাকতেন? তাঁর পরিবারে কে কে রয়েছেন? তাঁরও খোঁজ শুরু করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)