• বৈদ্যডাঙির সাঁকো ভরসা কয়েক হাজার মানুষের, কংক্রিটের ব্রিজের জোরালো দাবি
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, নাগরাকাটা: ক্রান্তি ব্লকের চাপাডাঙা গ্রাম পঞ্চায়েতের কেরানিপাড়ার কয়েকটি বুথের বাসিন্দাদের যোগাযোগের জন্য বৈদ্যডাঙি নদীর উপর বাঁশের সাঁকোই ভরসা। প্রতিদিন ওসব বুথের কয়েক হাজার মানুষ সাঁকোর উপর দিয়ে চলাচল করে। খুদে পড়ুয়া থেকে শুরু করে অন্তঃসত্ত্বা মহিলারা ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার করেন। অসাবধান হলে মঝেমধ্যে সাইকেল অথবা বাইক নিয়ে সাঁকো থেকে জলে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই বৈদ্যডাঙি নদীর উপর কংক্রিটের সেতুর দাবি উঠেছে। যদিও প্রশাসন আরআইডিএফ ফান্ড থেকে সেতু তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছে। 

    কেরানিপাড়ার বাসিন্দা পরিমল রায় বলেন, সেতুর এপার ও ওপার মিলিয়ে কয়েক হাজার মানুষের বসবাস। স্কুল কলেজ যাওয়ার জন্য অথবা নিত্য প্রয়োজনে সকলকেই বাঁশের সাঁকোর উপর দিয়ে যেতে হয়। কম সময়ে সহজপথে যাতায়াত করতে গেলে এই সাঁকোই ভরসা। কিন্তু এই সাঁকো দুর্বল হয়ে গিয়েছে। ঝুঁকি নিয়ে সকলে যাতায়াত করছেন। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটছে। তাই আমরা চাই বৈদ্যডাঙি নদীর উপর যাতে একটা পাকা ব্রিজ তৈরি করে দেয় প্রশাসন। 

    ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় বলেন,  বৈদ্যডাঙি নদীর উপর সেতুর দাবি অনেকদিনের। এটা স্থানীয় বাসিন্দারা আমাকেও জানিয়েছেন। ইতিমধ্যেই সেতু তৈরির ব্যাপারে একটা এস্টিমেট তৈরি করা হয়েছে। আরআইডিএফ ফান্ড থেকে সেতুটি করা হবে। আশা করছি, পুজোর আগে-পিছে এ ব্যাপারে আমরা সুবজ সংকেত পাব। 

    উল্লেখ্য, বৈদ্যডাঙি নদীর একদিকে আছে কেরানিপাড়া, মাস্টারপাড়া, বিদূরের ডাঙা, ভুঁইয়াপাড়া, বাবুপাড়া, মৌলানি ও বৌলবাড়ি। অন্যদিকে আছে সেনপাড়া, বাসুসুবা, ঠাকুরদাসপাড়া। সাঁকো দিয়ে না গিয়ে বিকল্প পথ ধরেও লোকজন যেতে পারে। তখন তাঁদের প্রায় পাঁচ কিমি ঘুরপথে বাসুসুবা হয়ে যেতে হয়।  

     এখানেই পাকা সেতু দাবি। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)