নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শহরে একাধিক অপরাধের সঙ্গে বারে বারে টোটোচালকদের নাম উঠে আসছে। এবারে অন্য জেলা থেকে শিলিগুড়িতে কর্মসূত্রে আসা এক ব্যক্তির সঙ্গে থাকা ল্যাপটপ, মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে এক টোটোচালকের নাম জড়াল। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হতেই ভক্তিনগর থানার পুলিস অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম বসন্ত পান্ডে। সে হায়দরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকে। পুলিস তার এক সঙ্গীর খোঁজ করছে। ছিনতাইয়ের বিষয়টি জানাজানি হতেই শহরে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিস সূত্রেই জানা গিয়েছে, কয়েক মাস আগে কলকাতা থেকে শিলিগুড়িতে কর্মসূত্রে আসেন গোপাল মণ্ডল নামে এক ব্যক্তি। ২২ আগস্ট ঘরের কিছু সামগ্রী কেনার জন্য তিনি অফিস ছুটির পর ইসকন মোড় থেকে বসন্ত পান্ডের টোটোতে ওঠেন। টোটোয় ওঠার পর তিনি বসন্তকে জানান, ঘরের প্রয়োজনীয় সামগ্রী কেনা যায় এমন কোনও দোকানে নিয়ে চলুন। তবে বসন্ত তা না মেনে গোপালবাবুকে সেভক রোডের বাইকের একটি শোরুমের পাশের ফাঁকা অন্ধকার গলিতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই তার এক সঙ্গী অপেক্ষা করছিল। আগে থেকেই সে ফোনে সঙ্গীকে শিকার আসছে বলে জানিয়েছিল। অন্ধকার গলিতে যাওয়ার পর অভিযুক্ত টোটোচালক ও তার সঙ্গী গোপালবাবুকে মারধর শুরু করে। বেধড়ক মারধর করার পর তাঁর সঙ্গে থাকা ল্যাপটপ, মানিব্যাগ সহ পকেটে থাকা নগদ টাকা নিয়ে নেয় তারা। কোনও মতে প্রাণ বাঁচতে গোপালবাবু সেখান থেকে পালিয়ে মূল রাস্তায় চলে আসেন। পরে ভক্তিনগর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় অভিযোগ দায়ের করতেই পুলিস সেভক রোডের একাধিক স্থানের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। এরপরেই টোটোটি এবং সেটির চালককে চিহ্নিত করা সম্ভব হয়। শনিবার রাতে হায়দরপাড়া থেকে টোটো সহ বসন্ত পান্ডেকে গ্রেপ্তার করে পুলিস। তার বাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ছিনতাই হওয়া মূল্যবান জিনিসগুলি পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে ওই রাতে তার ডাকে উপস্থিত থাকা সঙ্গীর খোঁজ শুরু করেছেন তদন্তকারী অফিসাররা।
এ প্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা একটি অভিযোগের ভিত্তিতে এক টোটোচালককে টোটো সহ গ্রেপ্তার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গীর খোঁজ চলছে। খোওয়া যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে।