বিধায়কের আশ্বাসের পর বাঁধের কাজ শুরু হল চকোয়াখেতিতে
বর্তমান | ২৫ আগস্ট ২০২৫
সংবদদাতা, আলিপুরদুয়ার: মাত্র দুই সপ্তাহ আগের ঘটনা। আলিপুরদুয়ার-১ ব্লকের চকোয়াখেতি গ্রাম পঞ্চায়েতের পাঁচকোলগুড়ি মৌজার আট মাইলে কুরমাই নদীর অসংরক্ষিত এলাকায় ভয়াবহ ভাঙন পরিদর্শন করেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। স্থানীয় বাসিন্দারা দাবি জানান, কুরমাইয়ের ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে বাঁধ তৈরির কাজ শুরু করতে হবে। বিধায়ক আশ্বাসও দেন বাঁধ তৈরির।
বিধায়ক সুমন স্থানীয় বাসিন্দাদের কথা দিয়ে কথা রাখলেন। রবিবার থেকে আট মাইলে কুরমাইয়ের ভাঙন প্রতিরোধের কাজ শুরু হল। বিধায়ক সুমনই এদিন বাঁধ তৈরির কাজের সূচনা করেন। উপস্থিত ছিলেন সেচদপ্তরের লোকজন ও স্থানীয় পঞ্চায়েতের জন প্রতিনিধিরাও।
বিধায়ক সুমন বলেন, বর্ষার মধ্যে আট মাইল এলাকায় কুরমাইয়ের ভয়াবহ ভাঙন শুরু হয়েছিল। সেই ভাঙন ঠেকাতে কুরমাইয়ে জরুরি ভিত্তিতে বাঁধ দেওয়ার দরকার ছিল। রবিবার থেকে বাঁধ তৈরির কাজের সূচনা হল। কুরমাইয়ের অসংরক্ষিত ৭৫ মিটার এলাকায় এই জিও সিন্থেটিক বাঁধের জন্য আট লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
কুরমাইয়ে বিধায়ক বাঁধ তৈরির কথা দিয়ে কথা রাখায় স্থানীয়রাও অসম্ভব খুশী। স্থানীয় বাসিন্দা সুভাষ রায় বলেন, ভাঙনের জন্য কুরমাইয়ের গ্রাস থেকে রক্ষার জন্য এলাকার প্রায় ১৫টি বাড়িকে এবার সরিয়ে আনা হয়েছে। আরও তিনটি বাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কুরমাইয়ে বাঁধ তৈরির কাজ শুরু হওয়ায় এবার স্বস্তি মিলবে। বাসিন্দারা বলেন, শুধু কৃষি জমিই নয়। কুরমাইয়ের ভাঙনে বাঁশবাগানও তলিয়ে যাচ্ছিল।
এলাকার বাসিন্দা তাপস সিংহ, রমেশ বর্মন ও সুমিত্রা বর্মন বলেন, দুই সপ্তাহ আগে বিধায়ক ভাঙন দেখে এখানে বাঁধ তৈরির কথা দিয়ে গিয়েছিলেন। বিধায়ক তাঁর কথা রাখায় আমরা খুশি। ধন্যবাদ বিধায়ক সুমনবাবুকে।