সংবাদদাতা, ময়নাগুড়ি: ফের প্রশাসনের নির্দেশ অমান্য করে জর্দা নদীতে চলছিল স্নান। খবর পেয়ে রবিবার ঘটনাস্থলে পৌঁছে কিশোরদের ধমক দিয়ে নদী থেকে তুললেন ময়নাগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অমিতাভ চক্রবর্তী। নদীগর্ভে যত্রতত্র গভীর খাদ হওয়ায় স্নান করার উপর নিষেধাজ্ঞা জারি করে সম্প্রতি পুলিস প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হয়েছিল। তারপরও ঝুঁকি নিয়ে মাঝেমধ্যেই চলছে কিশোর-যুবকেদের স্নান।
এদিন ওয়ার্ডের ফার্ম শহিদগড়ে বেশকিছু কিশোরকে নদীতে স্নান করতে দেখে পাড়ায় কয়েকজন লোক কাউন্সিলারকে ফোন করেন। কাউন্সিলার এসে কিশোরদের ধমক দিলে তারা জল থেকে ডাঙায় আসে। এ ব্যাপারে তাদের অভিভাবকদের সতর্ক করে দেওয়া হয়।
অমিতাভবাবু বলেন, অসতর্কতার কারণে এর আগে অনেকেই নদীতে স্নান করতে নেমে মারা যান। তাই স্নান বন্ধ করতে পুরসভার পক্ষ থেকে সাইনবোর্ড লাগানো হয়েছে। এরপরেও লোকজন নামছে। আমি অভিভাবকদের সতর্ক হতে বলেছি।
অভিভাবক রুস্তম মহম্মদ, সবিতা পাল, সঞ্জিত সাহা বলেন, কাউন্সিলার আমাদের ডেকে সতর্ক করে দিয়েছেন। ছেলেরা যাতে নদীর জলে না নামে সেটা দেখব।