• চোপড়ার কাঁচাকালীতে পুজোমণ্ডপে এবার ফুটে উঠবে এক টুকরো রাজস্থান
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৫
  • মুতাহার কামাল, চোপড়া: পুজোয় এবার এক টুকরো রাজস্থান ফুটে উঠবে চোপড়ার কাঁচাকালীতে। ৫২ তম বর্ষে কাঁচাকালী সর্বজনীন দুর্গাপুজো কমিটি এবারে রাজস্থানের সংস্কৃতিকে তুলে ধরবে থিমের মাধ্যমে। ঢাকের আওয়াজে আড়ম্বরভাবে রবিবার খুঁটিপুজো হয়ে গেল সেখানে। এবারে তাদের বাজেট ১০ লক্ষ টাকা। প্রতিবছর এই পুজো কমিটি নতুন চমক দেয় দর্শকদের। 

    পুজো কমিটির সম্পাদক গোপাল ভৌমিক জানান, তাঁরা প্রতিবছরই নতুন এবং আকর্ষণীয় থিম নিয়ে কাজ করার চেষ্টা করেন, যাতে দর্শকরা অন্যরকম অভিজ্ঞতা লাভ করতে পারেন। গোপালের কথায়, এবারের ‘রাজস্থানী মডেল’ থিম দর্শনার্থীদের মন জয় করবে। 

    পুজো কমিটির সভাপতি বরুণ সিংহ জানালেন, তাঁর দাদু ভবেন্দ্রনাথ সিংহ এই পুজো শুরু করেছিলেন। পাঁচ দশক ধরে এই পুজো হয়ে আসছে। কাঁচাকালী এলাকায় এই পুজোকে কেন্দ্র করে প্রতিবছরই প্রচুর মানুষের সমাগম হয়। দশমীতে বড় মেলা বসে। দূরদূরান্তের মানুষ আসেন। মেলা যেন মিলনক্ষেত্রে পরিণত হয়। সভাপতির কথায়, ধর্ম, বর্ণ সকল সম্প্রদায়ের মানুষ এই উত্সবে যোগ দেন। আনন্দ উপভোগ করেন।

    গোপাল বলেন, এই পুজোয় এলাকার সবাই আসেন। সবাই মিলেমিশে পুজো করি। এবারও চোপড়াবাসীকে এই পুজোয় আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা। পুজো মণ্ডপে রাজস্থানের সংস্কৃতিকে দেখতে এবার মানুষের ঢল নামবে বলে আশা উদ্যোক্তাদের। পুজোর দিনগুলিতে নানা কর্মসূচি, অনুষ্ঠানেরও আয়োজন করেছে কমিটির সদস্যরা। হবে দরিদ্রনারায়ণ সেবা। পুজো কমিটির সদস্যরা বলছেন, আমরা চোপড়াবাসীকে সুন্দর থিম দেখাতে চাই। এই কাজের আনুষ্ঠানিক কাজ শুরু হল এদিন থেকে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)