বীরপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচনে জয়ী তৃণমূল
বর্তমান | ২৫ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বীরপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে সবক’টি আসনেই জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা। এদিন বিকেলে ফলাফল বেরনোর পর দেখা যায়, সমিতির ন’টি আসনের মধ্যে সবগুলিতেই তৃণমূল জয়ী হয়েছে। বিরোধী জোটের তরফে কংগ্রেস ৬টি, বিজেপি ২টি ও সিপিআইএম একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। এই নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আগে থেকেই চাপা উত্তেজনা ছিল। সেইমতো বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।
ওই এলাকার জেলা পরিষদের তৃণমূল সদস্য তথা কর্মাধ্যক্ষ সিরাজ শেখ বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নকে সামনে রেখে আমরা সবক’টি আসনেই জয়ী হয়েছি।
বিকেলে তৃণমূল কর্মীরা জয়ের উল্লাসে পটকা ফাটাতে শুরু করে। ঠিক সেই সময় টোটোতে বাড়ি ফিরছিলেন বিরোধী দলের প্রার্থীরা। অভিযোগ, তাঁদের লক্ষ্য করেই প্রথমে পটকা ফাটানো হয়। সেখানে উপস্থিত পুলিসকর্মীরা বাধা দিয়ে বিরোধী প্রার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছতে সাহায্য করেন। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিসের সঙ্গেও ধস্তাধস্তি হয় তৃণমূল কর্মীদের। স্থানীয় বিজেপি নেতা শুভাশিস দে বলেন, নির্বাচনে আমরা পরাজয় স্বীকার করেছি। জেতার পর তৃণমূল বিরোধীদের উপর যেভাবে আক্রমণ করছে, তা ন্যক্কারজনক। ওরা আমাদের লক্ষ্য করে পটকা ছুড়লে আমরা প্রতিবাদ করেছিলাম। তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আমাদের উপর আক্রমণ করে। পুলিস বাধা দিতে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়।
কৃষ্ণনগর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার উত্তম ঘোষ বলেন, সেইরকম কিছু হয়নি। ওখানে কেউ কেউ বাজি ফাটাচ্ছিল। আমরা তাদের সরিয়ে দিয়েছি।