• লাগাতার বৃষ্টিতে ১২ হাজার হেক্টরের চাষ ক্ষতিগ্রস্ত, কৃষকদের পাশে রাজ্য
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন রাজ্যের বিভিন্ন জেলার চাষের জমি। বিস্তর ক্ষতির সম্মুখীন হয়েছেন উত্তর ২৪ পরগনা জেলার কৃষকরা। এবার তাঁদের পাশে দাঁড়াতে উদ্যোগী রাজ্য সরকার। সেই মতো শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ও জমির নথি তৈরির কাজ।

    উত্তর ২৪ পরগনা জেলায় সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে হাবড়া, বনগাঁ, স্বরূপনগর, গাইঘাটা, বাদুড়িয়া সহ বনগাঁ ও বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকায়। শস্যের পাশাপাশি সব্জি এবং ফুলচাষেও বিস্তর ক্ষতি হয়েছে। এখনও জমিতে হাঁটুসমান জল। সামনেই দুর্গাপুজো। তার আগে মাথায় হাত পড়ে গিয়েছে কৃষকদের। জেলা কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলায় মোট ১১৭২৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সব থেকে বেশি গাইঘাটায়। এখানে ২৯৯০ হেক্টর জমি জলের তলায়। অন্যদিকে বনগাঁর ১২২৫, বাগদার ১০৪৫ হেক্টর জমি জলে ক্ষতিগ্রস্ত।

    এদিকে, জেলায় ২৪ হাজার হেক্টর জমিতে সব্জি চাষ হয়েছে। তার মধ্যে সাড়ে চার হাজার জমি ক্ষতিগ্রস্ত। জেলায় পেঁপে চাষ হয়েছে ২২৯৫ হেক্টর জমিতে। তার মধ্যে ৮০০ হেক্টর জমিতে জল জমেছে। কলা চাষ হয়েছে ৬৬৫৮ হেক্টর জমিতে। এর মধ্যে ৭০৬ হেক্টর জমি ক্ষতির মুখে।

    সরকারি পরিসংখ্যান বলছে, বসিরহাট ও বনগাঁ মহকুমা ছাড়া চাষে তেমন একটা ক্ষতি হয়নি। তবুও ব্লকস্তরের কৃষিদপ্তরের আধিকারিকরা সব দিক খতিয়ে দেখতে গ্রামীণ এলাকায় সমীক্ষার কাজ শুরু করেছেন। তবে, পুজোর আগে পাটের ব্যাপক চাহিদা থাকে। আমডাঙা, দেগঙ্গা, বারাসত ও বসিরহাটে পাটচাষ হয়। কিন্তু বৃষ্টির কারণে সেই পাটচাষেও ক্ষতি হয়েছে।

    এ বিষয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা কৃষকদের পাশে রয়েছি। টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় কমবেশি কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৩৫ হাজার। তাদের প্রায় ১২ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানের পাশাপাশি সব্জিতে বিস্তর ক্ষতি হয়েছে বলেই রিপোর্ট এসেছে। আমরা কৃষকদের ক্ষতিপূরণের দিকে বিশেষ 

    গুরুত্ব দিচ্ছি।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)