নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ঘর থেকে উদ্ধার হল এক দম্পতির দেহ। রবিবার সকালে ক্যানিং থানার তালদির বয়েরসিং গ্রামে এই ঘটনা ঘটেছে। মৃতদের নাম নাজির মোল্লা (২২) ও রিঙ্কি মোল্লা (২০)। জানা গিয়েছে, বছর চারেক আগে বিয়ে হয়েছিল দু’জনের। প্রতিবেশীদের বক্তব্য, বিয়ের পর থেকেই দু’জনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রবিবার তা চরম পর্যায়ে যায়। এদিন সকালে তাঁরা দীর্ঘক্ষণ ঘরের দরজা না খোলায় বাড়ির লোকজন ডাকাডাকি শুরু করেন। কিন্তু তাঁরা কেউ সাড়াশব্দ না করায় শেষমেশ দরজা ভেঙে তাঁরা ভিতরে ঢুকে দেখেন স্বামী নাজির সিলিং থেকে ঝুলছেন, আর বিছানায় পড়ে রয়েছেন স্ত্রী রিঙ্কির দেহ। যদিও পুলিসের দাবি, দু’জনকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁদের ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিস দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তকারীদের দাবি, দাম্পত্য কলহের জেরেই দু’জন এই পথ বেছে নিয়েছেন। তাঁদের ধারণা, আত্মহত্যাই করেছেন এই দম্পতি।
পরিবার সূত্রে খবর, স্ত্রীকে সন্দেহ করতেন স্বামী। কিন্তু কী বিষয়ে সন্দেহ, তা স্পষ্ট করে বলতে পারছেন না কেউ। পরকীয়ার সম্পর্ক ছিল কি না, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। যেটুকু জানা গিয়েছে, তাতে একটা বিষয় পরিষ্কার যে, দু’জনের মধ্যে প্রায়ই অশান্তি হতো। বিষয়টি খতিয়ে দেখছে পুলিস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রী’র মধ্যে ঝগড়া হলেও পরে মিল হয়ে যেত। শনিবার বিকেলে দু’জনকে একসঙ্গে বাজারে যেতে দেখা গিয়েছিল। ফলে রাতে কী এমন ঘটনা ঘটল যার জেরে এমন পরিণতি, এটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। নাজিরের দুঃসম্পর্কের ভাই রাজু লস্কর বলেন, দু’জনের মধ্যে কী কারণে অশান্তি হতো, তা আমরা জানি না।