নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতে খাবার কিনে বাড়ি ফেরার পথে নৃশংস হামলার শিকার হলেন এক মাঝবয়সি ব্যক্তি। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে আমহার্স্ট স্ট্রিট থানার কেশব সেন স্ট্রিটে। পুলিস জানিয়েছে, আক্রান্তের নাম মজিদ আক্তার। দুষ্কৃতীরা চপার দিয়ে তাঁর দুই পা ও হাতে যথেচ্ছ কোপ মারে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত মজিদের বাড়ি আমহার্স্ট স্ট্রিট এলাকায়। তিনি পেশায় আইনজীবী। এদিন রাত সাড়ে আটটা নাগাদ তিনি রাজাবাজার থেকে খাবার নিয়ে কেশব সেন স্ট্রিট ধরে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে আসা দুই যুবক চপার দিয়ে তাঁর দুই পায়ে ও হাতে একের পর এক কোপ মেরে চম্পট দেয়। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান।