পানিহাটিতে পুরসভার বিদ্যুৎ চুরি করে বেআইনি হোর্ডিংয়ে আলো, শোরগোল
বর্তমান | ২৫ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বরানগর: শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বেআইনি হোর্ডিংয়ের ছড়াছড়ি। পূর্তদপ্তর তো দূরের কথা, পুরসভার লাইসেন্স ছাড়াই সিংহভাগ হোর্ডিং লাগানো হয়েছে রাস্তায়। এই পরিস্থিতিতে পানিহাটির ঘটনা পুলিস ও প্রশাসনকে চমকে দিয়েছে। প্রভাবশালীদের মদতে বি টি রোডে পুরসভার লাইট পোস্ট থেকে বিদ্যুৎ চুরি করে সেইসব বেআইনি হোর্ডিংয়ে আলো লাগানো হয়েছে। পরে সিইএসসি ওই বেআইনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।
পানিহাটি পুরসভার কর্তাদের দাবি, শুধু বেআইনি হোর্ডিংয়ে নয়, পুরসভার বিদ্যুৎও দেদার চুরি হচ্ছে। কড়া পদক্ষেপের পাশাপাশি প্রয়োজনে এফআইআর দায়ের করার হুঁশিয়ারি দিয়েছে পুরসভা। বি টি রোড ঢাকা পড়েছে বিজ্ঞাপনী হোর্ডিংয়ে। বরানগর থেকে বারাকপুর—সর্বত্র একই ছবি। শুধু বি টি রোড নয়, শহরতলির বিভিন্ন রাস্তার চিত্র কমবেশি একই। কয়েক মাস আগে বেআইনি হোর্ডিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য শহরতলির বিভিন্ন পুরসভাকে নিয়ে বৈঠক করেছিলেন মহকুমা শাসক। বারাকপুর কমিশনারেটের ট্রাফিক বিভাগও পুরসভাগুলিকে নিয়ে পরিদর্শন করেছিল। কিন্তু তারপরেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। পূর্তদপ্তর কিংবা পুরসভাকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে এই ব্যবসা চালিয়ে যাওয়া হচ্ছে।
সম্প্রতি, পানিহাটি পুর এলাকার একটি ঘটনায় বেআইনি হোর্ডিং কারবারিদের বেপরোয়া মনোভাব সামনে এনেছে। গত সপ্তাহে আগরপাড়া তেঁতুলতলা এলাকায় বি টি রোডের একটি লাইট পোস্টে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন পথচারী ওই পোস্ট ছোঁয়ামাত্র বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে পুরসভা দ্রুত সিইএসসিকে বিষয়টি জানায়। এরপর সিইএসসি’র কর্মীরা এসে জানান, ওই লাইট পোস্টের বিদ্যুতের তার কেটে হোর্ডিংয়ে সংযোগ দেওয়া হয়েছে। তাতে বৃষ্টির জল লেগে ওই পোলে বিদ্যুৎ ছড়িয়ে পড়েছে। পরে ওই লাইট পোস্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পানিহাটি পুরসভার সিআইসি (বিদ্যুৎ) তাপস দে বলেন, এই বিষয়ে আমরা সম্পূর্ণ অন্ধকারে। লাইট পোস্টের বিল পুরসভাকেই মেটাতে হয়। এভাবে শহরের আর কোথাও বিদ্যুৎ চুরি হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে। কোনও কারণে দুর্ঘটনা ঘটলে তো সেই দায় পুরসভার ঘাড়ে এসেই চাপবে। আমি সমস্ত ঘটনা পুর চেয়ারম্যানকে জানিয়েছি।
চেয়ারম্যান সোমনাথ দে বলেন, বেআইনি হোর্ডিং নিয়ে মহকুমা শাসক বৈঠক করেছেন। পুলিস ও পুরসভা যৌথ পরিদর্শন করেছে। পূর্তদপ্তরের রাস্তায় হোর্ডিং লাগাতে গেলে তাদের অনুমতি নিতে হয়। পুরসভা তার অনুমতি দেয় না। কীভাবে বেআইনি হোর্ডিংয়ে পুরসভার লাইন থেকে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হবে। আজ, সোমবার বৈঠক করে এবিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে এফআইআরও দায়ের করা হবে।