• অমাবস্যার ভরা কোটালে নদীর জল বাড়তেই বাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসী
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: অমাবস্যার ভরা কোটালে নদীর জল বাড়তেই হঠাৎ ধস নামলো নদী বাঁধে। রবিবার সকালে নামখানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গানগরে সপ্তমুখী নদী বাঁধে প্রায় এক হাজার ফুট এলাকা জুড়ে ধস নেমেছে। এই ঘটনার পরই এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা তৎক্ষণাৎ নিজেদের উদ্যোগে বাঁধ মেরামতের কাজে হাত লাগান। প্রাথমিকভাবে বাঁধের উপরে পলিথিন চাপা দিয়ে মাটি ঘিরে রাখা হয়েছে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে এই নদী বাঁধটি মেরামত করার কাজ চলছিল। কিন্তু তার মাঝেই এই বিপত্তি ঘটে যায়। বাঁধের প্রায় এক হাজার ফুট মাটি ধসে নদী গর্ভে চলে যায়।

    এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা প্রশান্তকুমার দাস বলেন, প্রায় পাঁচদিন ধরে টানা বৃষ্টি চলছে। তাই বাঁধের মাটি আলগা হয়ে গিয়েছে। এর উপর কোটালে নদীর জল বাড়তেই এই পরিস্থিতি হয়েছে। কিছুদিন আগেই এখানকার গ্রামবাসীরা চাষের কাজ শুরু করেছেন। জমিতে ধান রোয়া হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যদি নদী বাঁধ ভেঙে গ্রামে নোনা জল ঢুকে যায়, তাহলে গ্রামবাসীরা বিরাট ক্ষতির সম্মুখীন হবেন। এখনই বাঁধ মেরামত করা না হলে, গ্রামবাসীরা খুবই সমস্যার মধ্যে পড়বেন।

    নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম প্রামাণিক বলেন, বিষয়টি শুনেছি। সেচদপ্তর সহ বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হয়েছে। আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরে ওখানে পাকাপোক্ত নদী বাঁধ তৈরি করার ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে গঙ্গাসাগর ও বকখালিতে পর্যটকদের সতর্ক করতে মাইকিং করা হচ্ছে। এছাড়াও পর্যটকদের সমুদ্রে বেশি দূর পর্যন্ত না যাওয়ার জন্যও বলা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)