• ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, বর্ধমানে পরিষেবা প্রদান ও প্রশাসনিক বৈঠকে মমতা
    দৈনিক স্টেটসম্যান | ২৫ আগস্ট ২০২৫
  • আগামী ২৬ আগস্ট ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গন্তব্য বর্ধমান জেলা। প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা প্রদান— সব মিলিয়ে ব্যস্ত সফরসূচি থাকছে তাঁর। ইতিমধ্যেই জেলার দুই প্রশাসনিক দপ্তরে এ বিষয়ে জোরকদমে চলছে প্রস্তুতি।

    প্রশাসনিক সূত্রে খবর, মঙ্গলবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ, জেলা শাসক আয়েশা রানি এ, পুলিশ সুপার সায়ক দাসসহ প্রশাসনের শীর্ষকর্তারা ওই বৈঠকে উপস্থিত থাকবেন। জানা গিয়েছে, জেলায় চলমান ও নতুন প্রকল্পের অগ্রগতি, সমস্যা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

    মুখ্যমন্ত্রী এই সফরে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের হাতে সরাসরি পরিষেবা তুলে দেবেন। পাট্টা প্রদান থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আর্থিক সুবিধা হস্তান্তরের কর্মসূচিও থাকছে তাঁর। পাশাপাশি, বর্ধমানের রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সেচ ও কৃষি সংক্রান্ত একাধিক প্রকল্পের শিলান্যাস করার সম্ভাবনাও রয়েছে।

    সফর ঘিরে ইতিমধ্যেই প্রশাসনে শুরু হয়েছে তৎপরতা। খারাপ আবহাওয়ার কারণে বেহাল রাস্তাগুলি মেরামতের কাজ চলছে জোরকদমে, যাতে মুখ্যমন্ত্রীর যাত্রাপথে কোনো অসুবিধা না হয়। সভার জন্য বর্ধমান পুলিশ লাইনের মাঠ এবং বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠের মধ্যে বাছাই প্রক্রিয়া শেষে মিউনিসিপ্যাল স্কুলের মাঠকেই চূড়ান্ত করা হয়েছে।

    রবিবার ওই মাঠ পরিদর্শন করেন জেলা শাসক, পুলিশ সুপারসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সভা শেষে মুখ্যমন্ত্রী জি টি রোড ধরে পুলিশ লাইনের দিকে পদযাত্রা করতে পারেন বলেও জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে কেন্দ্র করে দুই বর্ধমানেই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রীর সফরের পর জেলার উন্নয়ন কর্মসূচি আরও গতি পাবে।

    জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এ বিষয়ে বলেন, “মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সব দপ্তরেই প্রস্তুতি চলছে। তাঁর হাত ধরে একাধিক নতুন প্রকল্পের সূচনা হবে বলে আশা করছি। তবে কোন প্রকল্পগুলির উদ্বোধন বা শিলান্যাস হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত তালিকা তৈরি করা হয়নি।”
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)