• সুপ্রিম কোর্টে OBC মামলার শুনানি থেকে নয়ডায় বধূকে খুনের ঘটনার তদন্ত, আর কী নজরে থাকবে দিনভর?
    এই সময় | ২৫ আগস্ট ২০২৫
  • সুপ্রিম কোর্টে OBC মামলার শুনানি রয়েছে। সেখানে এই মামলা নিয়ে সুপ্রিম কোর্ট কী পদক্ষেপ গ্রহণ করে, সে দিকে নজর থাকবে।

    লখনউ যাচ্ছেন ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী বি সুদর্শন রেড্ডি। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব-সহ বিরোধী দলের নেতাদের সঙ্গে দেখা করবেন তিনি।মূলত উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সমর্থন আদায় এবং শুভেচ্ছা বিনিময় করতেই তাঁর এই সফর। রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে দেখা করতে চেন্নাই গিয়েছিলেন তিনি।

    খেজুরিতে দু’জনের রহস্যমৃত্যুর ঘটনায় জেলা পুলিশ প্রশাসনের হাত থেকে তদন্ত হস্তান্তর মামলার শুনানি রয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে সোমবার এই মামলার শুনানি হবে। গত ১১ জুলাই মহরম উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় খেজুরি থানার ভাঙনমারি গ্রামে। পরের দিন সকালে ওই অনুষ্ঠানস্থলের কাছেই দু’জনের দেহ উদ্ধার হয়। মৃতদের একজনের নাম সুধীর পাইক, অন্য জন সুজিত দাস। অনুষ্ঠানের আয়োজকদের দাবি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁদের। বিজেপির অভিযোগ, তাঁদের খুন করা হয়েছে।

    গত বৃহস্পতিবার নয়ডায় বধূকে সন্তানের সামনে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠেছে স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় বধূকে মারধরের ভিডিয়ো ভাইরাল হয়েছে। পুলিশ মৃতার স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে। সোমবার ঘটনার গতি প্রকৃতি্র উপর নজর থাকবে গোটা দেশের।

    ইংলিশ প্রিমিয়ার লিগের মেগা ম্যাচে সেন্ট জেমস পার্ক স্টেডিয়ামে মুখোমুখি লিভারপুল ও নিউক্যাসল। গত সপ্তাহে নিজেদের প্রথম ম্যাচে বোর্নমাউথের বিরুদ্ধে ৪-২ গোলে জয়ী হয় লিভারপুল। অন্য দিকে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ১-১ ড্র করেছিল নিউক্যাসল। তাই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় ফুটবলপ্রেমীরা।ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু ম্যাচ। স্টার স্পোর্টস এবং জিওহটস্টারে সরাসরি এই ম্যাচ দেখা যাবে।

  • Link to this news (এই সময়)