মালদায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিন জনের। আহত সাত। রবিবার রাতে গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়া এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ফুটবল খেলার জন্য একটি গাড়িতে করে দশ জন গঙ্গারামপুরের উদ্দেশে যাচ্ছিলেন। সেই সময়ে একটি পিক আপ ভ্যান তাদের পিছন থেকে ধাক্কা দেয়। এ দিকে খেলোয়াড়দের গাড়িটিকে সামনের দিক থেকে ধাক্কা দেয় একটি বাস। এই দুর্ঘটনায় মৃতরা হলেন আজিজুল শেখ, আমির সোহেল এবং আশিক শেখ। আহতদের মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা সেখানেই চিকিৎসাধীন।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নিরাপত্তায় থাকছে না CRPF। দিল্লি পুলিশকেই ফের মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হচ্ছে বলে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়েছে। গত ২০ অগস্ট রেখা গুপ্তার শালিমাল বাগের বাসভবনে জনশুনানির সময়ে হামলা চালিয়েছিলেন রাজকোটের বাসিন্দা রাজেশভাই খিমজি সাকারিয়া। তার জেরে CRPF-এর Z ক্যাটিগরির নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
পাঁচ মাসের গর্ভবতী স্ত্রীকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। মৃতার নাম স্বাতী রেড্ডি (২১)। ইতিমধ্যেই মূল অভিযুক্ত মহেন্দ্র রেড্ডিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নিয়ে ফের শুরু ধরপাকড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর একটি টিম সোমবার সকালে তল্লাশি চালায় মুর্শিদাবাদের আন্দির বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে। এ ছাড়াও বীরভূমের সাঁইথিয়ায় ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মায়া সাহার বাড়িতেও গিয়েছেন তদন্তকারীরা, সূত্রের খবর এমনটাই।
নিক্কি ভাটি হত্যা মামলায় রোহিত ভাটিকে গ্রেপ্তার করল পুলিশ। তিনি নিক্কির দেওর। এই নিয়ে ঘটনার প্রেক্ষিতে মোট তিন জনকে গ্রেপ্তার করা হলো।
উত্তরপ্রদেশের বুলন্দশহরে রবিবার গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা। প্রাণ হারিয়েছেন ৮ পুণ্যার্থী এবং আহত ৪৩। তীর্থযাত্রী বোঝাই একটি ট্র্যাক্টর-ট্রলিকে পিছন দিক থেকে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা একটি ট্রাক। যার জেরেই ঘটে এই দুর্ঘটনা। সূত্রের খবর, নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।
নিক্কি ভাটি হত্যা মামলায় গ্রেপ্তার তাঁর শাশুড়ি। পণের জন্য নিক্কির উপরে অত্যাচার চালানোর অভিযোগ উঠেছিল শাশুড়ির বিরুদ্ধে।
সোমবার গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন তিনি করবেন। মার্কিন ট্যারিফ নিয়ে যখন আন্তর্জাতিক মহলে চর্চা তুঙ্গে, সেই সময়ে ঠিক কী বার্তা দেন তিনি, সেই দিকে সব নজর।
দুপুরের পর বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। কিন্তু শুক্রবার পর থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।