সরছে নিম্নচাপ, বৃষ্টি-কাঁটা থেকে মুক্তি দক্ষিণবঙ্গের? কী জানাচ্ছে হাওয়া অফিস?
প্রতিদিন | ২৫ আগস্ট ২০২৫
নিরুফা খাতুন: ঝাড়খণ্ডের নিম্নচাপ ক্রমশ সরে যাচ্ছে মধ্যপ্রদেশের দিকে। তবে দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখাটি সক্রিয় হচ্ছে। এসবের প্রভাবে দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলের ইঙ্গিত। ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র উত্তাল হতে পারে। তাই বাংলা ও ওড়িশায় মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কমবে। সপ্তাহান্তে অবশ্য ফের বৃষ্টিতে ভাসার আশঙ্কা। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। সপ্তাহের শুরুর দিন রাজ্যের আবহাওয়া নিয়ে এমনই পূর্বাভাস হাওয়া অফিসের।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ, সোমবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে। মঙ্গল ও বুধবার বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিসের তরফে। এদিকে, দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উপকূল ও পশ্চিমের জেলাযগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে আরও কমবে বৃষ্টির পরিমাণ। বাতাসে জলীয় বাষ্প বেশি। তাই বৃষ্টি না হলে অস্বস্তি জারি থাকবে। আবার সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।