জাল দলিল বানিয়ে ২৫ লক্ষ টাকার প্রতারণা খাস কলকাতায়!
প্রতিদিন | ২৫ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জমি কেনাবেচার ষড়যন্ত্র। জাল দলিল তৈরি করে ২৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগে লালবাজারের গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হল এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম রাকিব ইসলাম। শেক্সপিয়র সরণি এলাকার একটি জমি বিক্রির ব্যবস্থা করছে বলে জানায় সে। এক ব্যক্তি শেক্সপিয়র সরণিতে জমি কিনতে ইচ্ছুক হন। তিনি লোক মারফত রাকিবের সঙ্গে যোগাযোগ করেন। ওই জমির এক মালিকের নাম মনোরঞ্জন রায়। তিনি অনেকদিন আগেই মারা গিয়েছেন। ওই ব্যক্তিকেই জীবিত সাজানো হয়।
ওই জমির ক্রেতার অফিস উত্তর বন্দরে। ওই অফিসে রাকিব এক ব্যক্তিকে মনোরঞ্জন রায় সাজিয়ে নিয়ে যায়। ওই সাজানো ব্যক্তিটি রাকিবের পরিকল্পনামতো জানায়, সে জমি বিক্রি করতে রাজি। প্রমাণ হিসাবে সে নিজের ভুয়া পরিচয়পত্র দেখায়। এ ছাড়াও জমির ভুয়া দলিলও ক্রেতাকে দেয়। ওই ভুয়া দলিল রাকিব তৈরি করেছিল। জমি বিক্রি করার নামে ব্যবসায়ীর কাছ থেকে আগাম ২৫ লাখ টাকা নেয় রাকিব এবং ওই ব্যক্তি। এর পর তারা ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। টাকা ও জমি কোনওটাই না পেয়ে তিনি উত্তর বন্দর থানায় অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে রাকিবকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা। এদিকে, জাল নথি তৈরি করে সোয়া এক কোটি টাকা হাতিয়ে গ্রেপ্তার হল এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, দক্ষিণেশ্বর থেকে সুপ্রিয় সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শেক্সপিয়র সরণি থানা এলাকার একটি বেসরকারি সংস্থায় কাজ করত ওই ব্যক্তিটি। ২০২৩ সালে জাল নথি বানিয়ে সে সংস্থা থেকে ১ কোটি ২৫ লাখ টাকা সরায়। ওই টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় সে। অডিটের সময় এই কারচুপি ধরা পড়ে। সংস্থাটির পক্ষ থেকে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করা হয়।