• হাতিয়ার বাঙালি অস্মিতাই, প্রতিষ্ঠা দিবসে সোচ্চার হতে কোমর বাঁধছে টিএমসিপি
    প্রতিদিন | ২৫ আগস্ট ২০২৫
  • স্টাফ রিপোর্টার: ‘স্পর্ধায় মাথা তোলার ঝুঁকি’ নিয়ে বিজেপির বাংলা-বিদ্বেষের জবাবে এবার পথে নামছে শাসকদলের পড়ুয়ারা। ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এই বাংলা-বাঙালি থিমকে সামনে রেখেই মূল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে সেই মঞ্চ থেকেই চলবে এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদ।

    আর তিনদিন পরেই রেড রোডে গান্ধী মূর্তির পাদদেশে শাসক শিবিরের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি। এই মুহূর্তে তার প্রস্তুতি তুঙ্গে। এবারের কর্মসূচি অন্যান্যবারের সমস্ত রেকর্ড ছাপিয়ে ২ লক্ষ ছাত্রছাত্রীর ভিড়ের রেকর্ড গড়বে বলে দাবি ছাত্র নেতৃত্বের। যে কর্মসূচিকে সফল করতে এই প্রথম দলের ছাত্র নেতৃত্ব রাজ্যজুড়ে সফর করেছে, চলেছে প্রস্তুতি বৈঠক। কর্মসূচির প্রধান বক্তা তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নেতৃত্ব কী বার্তা দেয়, স্বাভাবিকভাবেই সবার নজর থাকবে সেদিকেই।

    শনিবার সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায়, বিধায়ক অশোক দেব-সহ রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যরা এ নিয়ে বৈঠক করেন। শেষ মুহূর্তের কিছু জরুরি পরামর্শের জন্য পরপর ছোট কিছু বৈঠকও রয়েছে। এসবের ফাঁকেই রবিবার টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সভাস্থলে গিয়ে মঞ্চ প্রস্তুতি খতিয়ে দেখেন। আজ থেকে মঞ্চ বাঁধার কাজ শুরু হচ্ছে। বৈশ্বানর রাজ্য সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও তৃণাঙ্কুরের পাশাপাশি তিনিও জেলায় জেলায় ঘুরে একাধিক প্রস্তুতি মিটিং করেছেন। ইতিমধ্যে কর্মসূচির ‘থিম সং’ মুক্তি পেয়েছে। সংগঠনের যে মূল বার্তা, শিক্ষার প্রগতিই এই গানের মূল মন্ত্র। একজোট হয়ে ছাব্বিশের লড়াইয়ের বার্তাকে সামনে রেখে কেশব দে’র কণ্ঠে গানের কথা, ‘চাই শিক্ষায় প্রগতি, করব দেশের উন্নতি, একসাথে হয়ে ছাত্রদল’।

    ২৮ তারিখ টিএমসিপির মূল কর্মসূচির মঞ্চে বিশেষ চমক থাকছে বলে জানিয়েছেন তৃণাঙ্কুর। বিশেষ স্লোগান ওইদিন সকালে রিলিজ করা হবে। গান গাইবে রবীন্দ্রভারতীর বিশেষ টিম। প্রতিবারের মতো বক্তব্য রাখবে নির্বাচিত কিছু ছাত্রছাত্রী। মনে করা হচ্ছে, তাঁদের মধ্যে থেকেই আগামিদিনের নেতানেত্রী উঠে আসবে যারা বাংলা-বাঙালির অস্মিতাকে সামনে রেখে লড়াই করবে বিজেপির বাংলা ও বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে।
  • Link to this news (প্রতিদিন)