• হাই কোর্টে অভিষেক, সই করলেন নথিতে, রাখলেন তৃণমূলপন্থী আইনজীবীদের আবদারও
    এই সময় | ২৫ আগস্ট ২০২৫
  • নথিতে সই করতে কলকাতা হাই কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার হাই কোর্টে যান তিনি। ডায়মন্ড হারবার কেন্দ্রের লোকসভা ভোট ও ফলাফল সংক্রান্ত বিষয়ে তাঁর বিরুদ্ধে ইলেকশন পিটিশন দাখিল করেছেন বিজেপির পরাজিত প্রার্থী অভিজিৎ দাস (ববি)। পাল্টা হলফনামা জমা দেওয়ার আগে নথিতে সই করতে এ দিন হাই কোর্টে যান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    এ দিন ১১টা নাগাদ হাই কোর্টের এফ গেটে পৌঁছয় অভিষেকের কনভয়। মিনিট ১০ তিনি ওথ কমিশনারের অফিসে ছিলেন। সেখানেই প্রয়োজনীয় নথিতে সই করে বেরিয়ে যান।

    ২০২৪-এর লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে বিজেপি কাকে প্রার্থী করবে, তা নিয়ে বেশ হাওয়া গরম হয়েছিল। বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা হাঁকডাকও করেছিলেন। পরে দেখা যায় দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাসকে প্রার্থী করেছে দল।

    এই অভিজিৎ ২০২৪-এই প্রথম বার নন, ২০১৪ সালেও প্রার্থী হয়েছিলেন ডায়মন্ড হারবার থেকে। সে বারও অভিষেকের কাছে হেরে যান। ২০২৪-এ অভিষেকের ধারে কাছে ঘেঁষতে পারেননি বিজেপি প্রার্থী। ৭ লক্ষ ভোটের বেশি ব্যবধানে জয়ী হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    সেই অভিজিৎ দাস ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া ও ফলাফলকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন। ইলেকশন পিটিশন দাখিল করেন। সেই পিটিশনের পাল্টা হলফনামা জমা দেওয়ার আগে নথিতে সই করতে আদালতে যান তৃণমূল সাংসদ।

    এ দিন অভিষেক হাই কোর্টে ঢুকতেই এগিয়ে আসেন তৃণমূলপন্থী আইনজীবীদের অনেকেই। যদিও অভিষেক তাঁদের থামিয়ে দেন। ঢুকে যান ভিতরে। পরে বেরোনোর সময়ে উৎসাহী আইনজীবীরা তাঁকে ঘিরে ছবি তোলার আবদার করলে আর ফেরাননি। হাসি মুখে সেই আবদার রাখেন। ছবি তুলে গাড়িতে উঠে যান তিনি।

  • Link to this news (এই সময়)