• জলের তলায় জমি, আনাজের দাম আরও বৃদ্ধির আশঙ্কা পুজোয়
    এই সময় | ২৫ আগস্ট ২০২৫
  • এই সময়, কালনা: কয়েকদিনের টানা বৃষ্টিতে চরম ক্ষতির মুখে পড়েছে আনাজ চাষ। পূর্বস্থলীর সরডাঙা, ধিতপুর, বিশ্বরম্ভা এলাকা সমেত বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে আনাজের জমি। গাছ হলুদ হয়ে যাওয়ার পাশাপাশি সব গাছেরই গোড়া পচে গিয়ে গাছ মরে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। বৃষ্টিতে উৎপাদন কমায় বাজারে আনাজের দর এমনিতেই চড়া। এ বারের আনাজই পুজোর সময়ে যেত বাজারে। পুজোর সময়ে জোগানের অভাবে আনাজের দর চড়া থাকার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

    এই মুহূর্তে মাঠে রয়েছে পটল, কুমড়ো, শশা, ঝিঙে, বরবটির মতো আনাজ। সব ভাসছে জলে। সরডাঙার চাষি পার্থ দাস বলেন, 'এক বিঘা জমিতে পটল চাষ করেছি। মাঠে জল জমে রয়েছে। সব পটল গাছের গোড়া পচে মরে যাবে। মাঠে ওল ছিল, পচে যাচ্ছে। এখনও বৃষ্টি হবে শুনছি।'

    আর এক চাষি অশোক মাঝির কথায়, 'মাচা তৈরি থেকে সব কিছু মিলিয়ে এক বিঘা পটল চাষ করতে ৪০ হাজার টাকার মতো খরচ হয়। মাঠে এক হাঁটু জল জমে রয়েছে। এখন বর্ষায় পুকুর, খালে জল ভরে গিয়েছে। জল যে কেটে বার করে দেবো সে উপায়ও নেই। গাছ হলুদ হতে শুরু করেছে। পেঁপের জমিতেও একই অবস্থা। সেখানেও গাছের গোঁড়া পচে যাবে। আগে একবার বৃষ্টি হয়েছিল। তখন গাছ সহ্য করে নিয়েছিল। এই জলে সব শেষ হয়ে গেল। চরম ক্ষতির মুখে পড়লাম।'

    উদ্যানপালন বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি বন্ধ হলে বেগুন ও লঙ্কার মতো গাছে ছত্রাকনাশক দিলে কাজ হয়। ফসফেট সারও দেওয়া যেতে পারে। ভাদ্র শেষ থেকে আশ্বিনের শুরুতে প্রাক শীতকালীন আনাজের চাষ শুরু হয়। তার আগে অল্প দিনে উঠে যায় এমন শাকের চাষ করতে পারেন চাষিরা।

  • Link to this news (এই সময়)